ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা :  আজই বিজেপিতে ( BJP ) যোগ দিচ্ছেন তাপস রায় ( Tapas Ray )। বিকেল ৫টায় সল্টলেকে বিজেপির ( BJP ) দলীয় কার্যালয়ে যোগ দেবেন তিনি।  সকালে তাপস রায়কে ফোন করেন বিজেপির  আইটি সেলের প্রধান অমিত মালব্য । তারপর তাঁর সঙ্গে কথআ হয়েছে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারেরও।  তারপরই বিজেপি যোগের কথা নিশ্চিত করেন তাপস রায়। বলেন, 'আজই বিজেপিতে যোগ দিচ্ছি'। এর পাশাপাশি জলদস্যুদের পাশে সরকার, বলে তৃণমূলকে নিশানা করেন পদত্যাগী বিধায়ক। 


তারপর বিধানসভা থেকে ফিরেই সল্টলেকে বিজেপির দফতরে যাবেন তাপস। সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন  সদ্য তৃণমূল ত্যাগী   বর্ষীয়ান রাজনীতিক ৩ বারের বিধায়ক তাপস রায়।  


আরও পড়ুন :                                    



লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে সোমবার দল ছাড়েন তাপস রায়।বিধায়ক পদ থেকেও দিয়ে দেন ইস্তফা। আর সেই সময় থেকেই জল্পনা আরও তীব্র হয় যে, এবার তাপস রায়ের গন্তব্য হতে পারে বিজেপি। হয়ত উত্তর কলকাতা থেকে তিনি বিজেপির হয়ে ভোটেও লড়তে পারেন। 


সোমবারই দলের বিরুদ্ধে তাপসের ক্ষোভের বিস্ফোরণ ঘটে। তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে, দলনেত্রীর নীরবতায় অভিমান এবং একরাশ উষ্মা প্রকাশ করে, তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেন তাপস রায়।  বলেন, ' বাড়িতে ED-র তল্লাশির পর, আমার পরিবার তো আশা করেছিল যে মাননীয়া মুখ্যমন্ত্রী একবার ফোন করবেন। ' সেই ফোন তিনি পাননি। উপরন্তু বিধানসভায় শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযানের বিরুদ্ধে কথা বললেও মুখ্যমন্ত্রীর মুখে আসেনি তাপস রায়ের নাম।  ২৪-২৫ বছর ধরে তৃণমূলে থাকার পরেও এই ব্যবহারে তিনি ভারাক্রান্ত বলেও জানান তাপস রায়।


এর পাশাপাশি তিক্ততা ক্রমেই বেড়েছিল তলায় তলায়। ২০০১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাপস রায়। ২০১১ সালে উত্তর ২৪ পরগনার বরানগর থেকে প্রার্থী করা হয় তাঁকে। ২০১৬ সালে বরানগর থেকে দ্বিতীয় বার জয়ী হলে তাঁকে বিধানসভার পরিষদীয় দলের উপমুখ্যসচেতক করা হয়। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে পরিষদীয় প্রতিমন্ত্রী করা হয় তাপস রায়কে। কিন্তু ২০২১ সালে তৃতীয়বার বরানগর থেকে জয়ী হওয়া সত্ত্বেও তাঁকে আর মন্ত্রী করেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়।


কুণাল ঘোষের পর তাপস রায়ও  সরাসরি তিনি আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর দাবি , তাঁর বাড়িতে 'ED-র তল্লাশি যেটা হয়েছে সেটা তো বিজেপি করায়নি, ED-র তল্লাশিটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় করিয়েছে। তাঁকে আমি কালিমালিপ্ত বলেছিলাম, জেল খাটা আসামি বলেছিলাম, সেই জন্য তাঁর ওই ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে সেই আমার বাড়িতে ED পাঠিয়েছে। '   


এতকিছু পর অবশেষে , বিজেপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করলেন তাপস রায়।