ঝিলম করঞ্জাই, কলকাতা: ফর্টিস হাসপাতালে (Fortis Hospital ) ১০৪ বছরের বৃদ্ধের সফল হিপ রিপলেসমেন্ট। হাঁটাচলা করতে পারছেন মেদিনীপুরের (Midnapur) বাসিন্দা ওই রোগী। চলছে ফিজিও থেরাপি। হাসি ফুটেছে শতায়ু রোগীর মুখে। 


বয়স ১০৪, মাসখানেক আগে, বাড়ির বাথরুম থেকে বেরোতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলেন। গুঁড়িয়ে যায় কোমরের বাঁ দিকের হাড়। আনন্দপুরের, ফর্টিস হাসপাতালে সফল ১০৪ বছরের বৃদ্ধের হিপ রিপলেসমেন্ট (Hip Replacement) সার্জারি। এখন হাঁটাচলা করছেন মেদিনীপুরের বাসিন্দা ১০৪ বছরের কানাইলাল মালাকার। 


অপারেশন জটিল না হলেও, রোগীর বয়স নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকরা। শেষপর্যন্ত, শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, সিমেন্টেড (Cemented) লং স্টেম (Stem) বাইপোলার সার্জারি করা হয় বৃদ্ধের। এই পদ্ধতিতে, একই সঙ্গে শরীরের দুটি অংশে অস্ত্রোপচার করা হয়। 


বয়স ১০৪ হলেও, শৈশব-যৌবনের স্মৃতি এখনও উজ্জ্বল: অপারেশনের পর থেকেই চলছে ফিজিও থেরাপি। চলবে একমাস। জানিয়েছেন চিকিৎসকরা। বয়স ১০৪ হলেও, শৈশব-যৌবনের স্মৃতি এখনও উজ্জ্বল। স্বাধীনতা আন্দোলনেরও সাক্ষী সেঞ্চুরি পেরোনো কানাইলাল মালাকার। স্বাধীনতা আন্দোলন দেখা শতায়ু কানাইলাল এখন দিন গুনছেন কবে স্বাধীনভাবে, কারও সাহায্যছাড়া ফের চলাফেরা করতে পারবেন।


ক্যানসার নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন : অন্যদিকে ক্যানসার (Cancer) নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন হল SSKM-এর কলকাতা পুলিশ (Kolkata Police) হাসপাতালে। জানা গিয়েছে, শুধু ক্যানসার নির্ণয়ই নয়, সব ধরনের ক্যানসারের চিকিৎসা করা হবে এখানে। আগেই SSKM-এর অন্তর্ভুক্ত হয়েছে কলকাতা পুলিশ হাসপাতাল। বুধবার সেখানেই, ক্যানসার নির্ণয় ও তামাক আসক্তিমুক্তি কেন্দ্রের উদ্বোধন করা হল। SSKM-এর সঙ্গে যৌথ উদ্যোক্তা মুম্বইয়ের টাকা মেমোরিয়াল হাসপাতাল।


জেলার হাসপাতালেই জটিল অস্ত্রোপচার: ভিনরাজ্য নয়, জেলার হাসপাতালেই জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পর পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের চিকিত্সকদের তত্পরতায় নতুন জীবন পেলেন রোগী।


আরও পড়ুন: Kolkata: শহরে নতুন ক্যানসার চিকিৎসা কেন্দ্র, সুরাহা পাবেন অসংখ্য রোগী