প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: ভূত (Ghost) ধরেছে কিশোরীকে! এই অন্ধ বিশ্বাসে ভর করে ঝাড়ফুঁকের নামে সপ্তম শ্রেণির ছাত্রীর ওপর অত্যাচারের অভিযোগ ওঝার বিরুদ্ধে। বাধা দিতে গেলে বিজ্ঞান মঞ্চের সদস্যদের গালিগালাজ ও হুমকি। গ্রামে পুলিশ যাওয়ার আগেই গা ঢাকা দেন ওঝা। 


কুসংস্কারের থাবা: একবিংশ শতকেও মধ্যযুগীয় কুসংস্কারের (Superstition) থাবা। সপ্তম শ্রেণির ছাত্রীকে না কি ভূতে ধরেছে! এই অন্ধ বিশ্বাসে, ভূত ছাড়াতে চলছে তুকতাক, ঝাড়ফুঁক। ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে ওঝা ও গ্রামবাসীদের একাংশের বাধার মুখে পড়লেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের বাউরি পাড়ায়। 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে সপ্তম শ্রেণির ওই ছাত্রী। হাসপাতালে নিয়ে না গিয়ে পরিবারের লোকজন খবর দেন এক মহিলা ওঝাকে। বুধবার সকালে ওই ওঝা দুই পুরুষ সহযোগীকে সঙ্গে নিয়ে গ্রামে আসেন। ওঝা দাবি করেন, ছাত্রীকে ভূতে ধরেছে। ভূত ছাড়াতে শুরু হয় পুজা-অর্চনা। অভিযোগ, ভূত তাড়ানোর নামে ছাত্রীর ওপর শুরু হয় অকথ্য অত্যাচার।


গ্রামে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা: ঘটনার খবর পেয়ে গ্রামে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের (Paschim Banga Vigyam Mancha) সদস্যরা। অভিযোগ, ওঝার কবল থেকে কিশোরীরে উদ্ধার করার চেষ্টা করলে তাঁদেরকে গালিগালাজ করা হয়, দেওয়া হয় হুমকি । ওঝার পক্ষ নেন গ্রামবাসীদের একাংশ ।


খবর পেয়ে গ্রামে যায় মেজিয়া থানার পুলিশ (Mejia Police Station) । তার আগেই গা ঢাকা দেন ওঝা ও তাঁর সঙ্গীরা ।  বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি ছাত্রীর পরিবার ও গ্রামের বাসিন্দারা। মেজিয়া ব্লকের বিডিও (BDO) অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অন্ধ বিশ্বাসের ঘটনাটি তাঁদের নজরে এসেছে। ব্লক প্রশাসন ও মেজিয়া থানার পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে।


আরও পড়ুন: Cooch Behar News: গ্রাহকদের লক্ষ টাকা প্রতারণা, কাঠগড়ায় খোদ পোস্টমাস্টার !