রাজীব চৌধুরী, মু্র্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রা দেখে ফেরার পথে কালভার্টের গার্ডওয়ালে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে পড়ল বাইক। দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল ৪ বন্ধুর। প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি পুলিশের।


যাত্রা দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বন্ধুর। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বড়ঞায়। সোমবার সকালে কুলি-সাঁইথিয়া রাজ্য সড়কে মোড্ডার কাছে নয়ানজুলি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়। বড়ঞার বাসিন্দা মইজুদ্দিন শেখ বলেন, মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। হঠাৎ দেখি ৪ জন পড়ে রয়েছে‍। আশপাশের লোকদের ডাকি। তাঁরা এল। তারপর পুলিশ ডাকল।


মৃতদের পরিবারের দাবি, রবিবার রাতে ৪ বন্ধু একটি মোটরবাইকে করে যাত্রা দেখতে গিয়েছিলেন। পুলিশের অনুমান, যাত্রা দেখে ফেরার পথে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের গার্ড ওয়ালে ধাক্কা মেরে নয়নাজুলিতে পড়ে যায়। মৃতের আত্মীয় মিঠু বাগদি বলেন, “১ ঘণ্টা পরে ফিরবে বলেছিল। রাতে বাড়ি ফেরেনি। সকালে খোঁজাখুঁজি করছিলাম। এর মধ্যেই শুনলাম দুর্ঘটনা হয়েছে।’’ নয়ানজুলি থেকে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটিকে উদ্ধার করেছে পুলিশ‍। তদন্তকারীদের অনুমান, মৃত ৪ জনই মত্ত ছিলেন। তাঁদের কারোও হেলমেট ছিল না।


এদিকে গতকাল রাতে মা উড়ালপুলে (Maa Flyover) ফের দুর্ঘটনা ঘটে। পরপর তিনটি গাড়ির একে অপরকে ধাক্কা মারে। আহত দুই গাড়িচালক। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দুটি অ্যাপ ক্যাব ও একটি ট্যাক্সি একে অপরকে ধাক্কা মারে। পরে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। ট্যাক্সিচালক মত্ত অবস্থায় ছিলেন ও তিনটি গাড়িরই গতি বেশি ছিল বলে পুলিশ সূত্রে খবর। 


গতকাল রাত সাড়ে ১১টার পর হঠাৎই তিনটি গাড়ি পরপর ধাক্কা মারে। পরে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। তিনটি গাড়িকেই নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দান থানায়। গাড়িগুলির গতিবেগ যথেষ্ট বেশি ছিল বলেই পুলিশ সূত্রে খবর। দুটি গাড়ি পিছনের দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনাস্থলে দেখা যায়, গাড়ির বিভিন্ন অংশ, লাইটের টুকরো, কাঁচের টুকরো পড়ে রয়েছে ফ্লাইওভারের উপর। আহতদের নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ। উল্লেখ্য, রাতে শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং করে পুলিশ। এমনকি গাড়ির বেপরোয়া গতি কমাতে একাধিকবার প্রচারও করা হয়েছে। কিন্তু তাতেও যে পরিস্থিতির পরিবর্তন হয়নি, তা রবিবার রাতের ঘটানআরও একবার প্রমাণ করে দিল। 


আরও পড়ুন: Birbhum: সিউড়িতে বেসরকারি ব্যাঙ্কে চুরি, এলাকায় চাঞ্চল্য