কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: সুদের প্রলোভন দিয়ে টাকা দ্বিগুণ করার নামে প্রতারণার অভিযোগ। কয়েক হাজার মানুষকে প্রতারণায় অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে। অভিযুক্ত তহসিন আহমেদ, তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা সাকিল আহমেদের ছেলে
সব মিলিয়ে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ তহসিনের বিরুদ্ধে। অভিযোগ ঘিরে সরগরম আসানসোল উত্তর থানার রেলপাড় এলাকা। প্রতারণার শিকার হওয়া মানুষজন এসে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল নেতার বাড়িতে। অভিযুক্তকে গ্রেফতার ও ED তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর সঙ্গে তৃণমূল জড়িত নয়, দোষীদের গ্রেফতারি চায় দল, প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশুর।
বৃহস্পতিবার আসানসোলের রেলপাড় এলাকার জাহাঙ্গির মহল্লায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি। জানা গিয়েছে, সাড়ে চারশো কোটি টাকা আর্থিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসায় এত শোরগোল। প্রথমদিকে বিনিয়োগকারীরা বেশ খানিকটা লাভ পেলেও পরবর্তীতে হঠাৎই টাকা পাওয়া বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় পড়েন। বাড়তে থাকে ক্ষোভ। টাকা ফেরতের দাবিতে তহসিন আহমেদের বাড়ির সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ দেখান।