কলকাতা: গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2021) নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। এ বার তিন সদস্যের কমিটিতে বিজেপি (BJP) বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) রাখা নিয়ে আপত্তি উঠে আসছে। তাই ওই রায় পুনর্বিবেচনা করে দেখার দাবি উঠল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সোমবার আদালতে এই সংক্রান্ত তিনটি মামলা দায়েরের অনমতি চান তিন আইনজীবী। এ নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। তাঁদের দাবি, শুধুমাত্র বিশেষজ্ঞদের রাখা হোক কমিটিতে।
করোনা আবহে মহাসমারোহে গঙ্গাসাগর মেলা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছিল। বিষয়টি আদালতে উঠলে সম্প্রতি শর্ত-সাপেক্ষে মেলায় অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মেলাস্থলে কোভিড বিধি ঠিক মতো পালন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। মেলাপ্রাঙ্গনে একত্রে ৫০ জনের বেশি থাকতে পারবেন না, ভিড় করা চলবে না, এমন নানা শর্ত বেঁধে দেয় আদালত। সেগুলি লঙ্ঘিত হলে অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখলে, মেলা বাতিল করতে হবে বলেও জানিয়ে দেয় আদালত।
এই সবকিছুর উপর নজরদারি চালানোর জন্যই তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেয় আদালত। তাতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, রাজ্যের মুখ্যসচিব-সহ শুভেন্দুকে রাখা হয়। কিন্তু শুভেন্দুকে কমিটিতে সামিল করার সিদ্ধান্ত ঘিরে বিরোধিতা শুরু হয়েছে। মেলার মতো বিষষয়ে রাজনৈতিক ব্যক্তিকে রাখার কী প্রয়োজন তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি গহ্গাসাগর মেলার জন্য আগেই থেকেই যেখানে বিশেষজ্ঞ কমিটি রয়েছে, সেখানে নতুন কমিটির কী প্রয়োজন, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। সেই মর্মেই আদালতে রায় পুনর্বিবেচনার এই আর্জি। কড়া কোভিড বিধি মেনেই ৮ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে।