নয়াদিল্লি : পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড় গাফিলতির অভিযোগ । স্বতন্ত্র কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে গঠিত হবে কমিটি। 


কৃষক-বিক্ষোভে প্রধানমন্ত্রীর আটকে পড়া, তারপর কর্মসূচিতে না গিয়ে মাঝরাস্তা থেকে ফিরে যাওয়া। পাঞ্জাবের এই ঘটনা ঘিরে,  উত্তাল দেশের রাজনীতি! প্রধানমন্ত্রীর কনভয়ের পথে বিক্ষোভ কি পাঞ্জাব সরকারের তরফে নিরাপত্তায় গাফিলতি? নাকি পাঞ্জাবের ভোটের আগে এই ইস্যুতে ভর করে, রাজনীতির পালে হাওয়া টানতে চাইছে বিজেপি? তা নিয়ে সমানতালে চলছে বিজেপি-কংগ্রেসের বাগযুদ্ধ। বুধবারই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দেন। বৃহস্পতিবার তাঁর সরকার এই ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। যেখানে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিংহ গিল পাঞ্জাবের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা।


বিষয়টি নিয়ে জল গড়িয়েছে পাঞ্জাবের রাজভবন থেকে সুপ্রিম কোর্ট, এমনকী, রাষ্ট্রপতি ভবন অবধি। পাঞ্জাবের রাজ্যপালের কাছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপিকে সাসপেন্ড করার দাবি জানায় বিজেপি। 

আরও পড়ুন -


ঢেউ বদলে গেল সুনামিতে, কলকাতা-দিল্লি-মুম্বইতে করোনা আক্রান্ত একের পর এক পুলিশকর্মী


অন্যদিকে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানার কাছে, এই ঘটনা উল্লেখ করে, তদন্তের দাবি জানান বর্ষীয়াণ আইনজীবী মনিন্দর সিং। আবেদনের কপি কেন্দ্র ও রাজ্যকে দিতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। 


সূত্রের খবর, বুধবার বিমানবন্দরে ফিরে আধিকারিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শ্লেষের সুরে বলেন, বেঁচে ফিরতে পেরেছি, এই অনেক! এর জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। কংগ্রেস থেকে কৃষক সংগঠনগুলির কটাক্ষ, সাতশো জন কৃষকের মৃত্যুর পর, এখন ভোটের মুখে সমবেদনা কুড়নোর চেষ্টা করছেন নরেন্দ্র মোদি!


আরও পড়ুন :


করোনাকালে ফিট থাকতে মহিলাদের পাতে থাকতেই হবে এই খাবারগুলি