সৌভিক মজুমদার, কলকাতা : গঙ্গাসাগর মেলার ওপর নজরদারির জন্য গঠিত কমিটিতে রদবদল। সম্পূর্ণ বদলে ফেলা হল কমিটি। ওই কমিটি থেকে বাদ পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  রাজ্য সরকার, পুরনো কমিটিতে শুভেন্দুকে রাখার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল। সেই আবেদনকে মান্যতা দিয়ে গড়া হয়েছে নতুন ২ সদস্যের কমিটি। আদালত সূত্রে খবর, নতুন যে কমিটি গঠন করা হয়েছে তাতে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিসেস অথরিটির মেম্বার সেক্রেটারি রাজু মুখোপাধ্যায়। 


পাশাপাশি, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে,



  • গোটা সাগরদ্বীপই নোটিফায়েড এলাকা বলে চিহ্নিত

  • দুটি টিকা নেওয়ার সার্টিফিকেট না থাকলে সাগর দ্বীপে প্রবেশ নয়

  • বাধ্যতামূলক করা হল আরটিপিসিআর টেস্ট

  • গঙ্গাসাগরে কোভিড বিধি ও হাইকোর্টের নির্দেশ  ঠিকভাবে মানা হল কি না, তা দেখতে হবে মুখ্যসচিবকে। 


  • আরও পড়ুন :

    হরিদ্বারে বাতিল হল মকর সংক্রান্তির স্নান, নাইট কার্ফু জারি


     


    রাজনীতিমুক্ত হোক গঙ্গাসাগর মেলা কমিটি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কমিটিতে রাখা নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে সওয়াল করেছিল রাজ্য সরকার। কমিটিতে বিশেষজ্ঞদের রাখার দাবি তোলে মূল মামলাকারীরা। তাঁদের আশঙ্কা, সুপারস্প্রেডার হবে গঙ্গাসাগর। এই পরিস্থিতিতে সোমবার রায় দান স্থগিত রাখে হাইকোর্ট। সেক্ষেত্রে কমিটিতে কুণাল সরকার, অভিজিৎ চৌধুরী, অমিতাভ নন্দী, সুকুমার মুখোপাধ্যায়, মানস গুমটা, সুবর্ণ গোস্বামীর মতো চিকিৎসকদের রাখা যেতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়। তারপর মঙ্গলবার শুভেন্দুকে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়।  কিন্তু উক্ত ব্যক্তিদের কাউকে কমিটিতে রাখাও হয়নি। 

    বাবুঘাটে ইতিমধ্যেই জড়ো হয়েছে গঙ্গাসাগরের পুণ্যার্থীরা।  অনেকেরই মুখে মাস্ক নেই। মানা হচ্ছে না দূরত্ব বিধিও। 
    গঙ্গাসাগর মেলা নিয়ে বিতর্কের মাঝেই উত্তরাখণ্ডের হরিদ্বারে বাতিল হল মকর সংক্রান্তির স্নান। হরিদ্বার জেলা প্রশাসনের তরফে জানান হয়েছে, ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তিতে স্নান করা যাবে না।  হর কি পৌড়িতে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।  নাইট কার্ফু জারি করছে হরিদ্বার প্রশাসন।