নয়াদিল্লি: গঙ্গাসাগর মেলা নিয়ে বিতর্কের মাঝেই উত্তরাখণ্ডের হরিদ্বারে বাতিল হল মকর সংক্রান্তির স্নান। হরিদ্বার জেলা প্রশাসনের তরফে জানান হয়েছে, ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তিতে স্নান করা যাবে না। হর কি পৌড়িতে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নাইট কার্ফু জারি করছে হরিদ্বার প্রশাসন।
হরিদ্বার জেলা প্রশাসন ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে ভক্তদের পবিত্র স্নানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। "হর কি পৌড়ি' এলাকায় প্রবেশও সীমিত করা হয়েছে। ১৪ জানুয়ারি রাত ১০ টা থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হবে। " জানিয়েছেন হরিদ্বারের ডিএম বিনয় শঙ্কর পান্ডে।
অন্যদিকে উত্তরাখণ্ডের পর ওড়িশাতেও মকর সংক্রান্তির পুণ্যস্নানে নিষেধাজ্ঞা। মকর সংক্রান্তি বা পোঙ্গলে কোনওরকম জমায়েত করা যাবে না, জানাল সরকার। আয়োজন করা যাবে না মকর মেলার, ভক্ত সমাগম ছাড়াই হবে পুজোপাঠ, নির্দেশিকা জারি করল ওড়িশা সরকার।
অন্যদিকে গঙ্গাসাগর মেলা নিয়ে বিতর্কের শেষ নেই। কোভিডকালে এই মেলা কি সুপারস্প্রেডার হয়ে উঠতে পারে ? এই নিয়ে তর্জা চলছেই। এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে,
- গোটা সাগরদ্বীপই নোটিফায়েড এলাকা বলে চিহ্নিত
- দুটি টিকা নেওয়ার সার্টিফিকেট না থাকলে সাগর দ্বীপে প্রবেশ নয়
- বাধ্যতামূলক করা হল আরটিপিসিআর টেস্ট
- গঙ্গাসাগরে কোভিড বিধি ও হাইকোর্টের নির্দেশ ঠিকভাবে মানা হল কি না, তা দেখতে হবে মুখ্যসচিবকে।