কলকাতা: গঙ্গাসাগর (Gangasagar) ভারতের অন্য়তম উল্লেখযোগ্য তীর্থস্থান। প্রবাদ রয়েছে, 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'। প্রতিবছর গঙ্গাসাগরে স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে (Kapil Muni Ashram) পুজোর দেওয়ার জন্য ভিড় করেন লক্ষাধিক পুণ্যার্থীরা। গত দু'বছর করোনার জন্য এই উৎসবে ভাঁটা পড়েছিল। যদিও গত বছরে ভিড় ছিল চোখে পড়ার মতোই। কোভিড বিধি নিষেধকে উপেক্ষা করেই গঙ্গাসাগরে জমায়েত হয়েছিল। তবে এবার প্রশাসনিক বেশ কিছু বিধি ছাড়া কোভিড বিধি আপাতত আরোপ করা হয়নি।       

  


এদিন নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন গঙ্গাসাগরের পুণ্যতথির দিনক্ষণ, সময়। তিনি বলেন, '৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে এবছরের গঙ্গাসাগর মেলা। কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ ৬.৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা।' এছাড়াও পুণ্যার্থীদের যাতায়াতের জন্যও বিশেষ ব্যবস্থা করেন তিনি। মমতা বলেন, 'মেলায় ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস চালু থাকবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এই সময়ে চলবে। এক টিকিটে গঙ্গাসাগরে যাওয়া-আসা করা যাবে। ১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন থাকবে'।                                                                        


আরও পড়ুন, ফের বাড়ছে করোনা, বছর শেষের আগেই ফিরছে মাস্ক বিধি!


গত বছর সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে চালিয়েছিল পুলিশ-প্রশাসন। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য সকাল থেকেই মাইকে চলেছে প্রচার। স্যানিটাইজ করা হয়েছিল মেলা চত্বর, সমুদ্র সৈকত। গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীদের আনা ভেসেলগুলিকেও স্যানিটাইজ করা হয়। যেসব পুণ্যার্থীর মুখে মাস্ক নেই, তাঁদের হাতে মাস্ক তুলে দিয়েছিলেন স্বেচ্ছাসেবকরা।                                                      


এদিকে এরই মধ্যে করোনার চোখ রাঙানি রয়েছে। একাধিক দেশে বাড়ছে কোভিড। যা নিয়ে সতর্ক হচ্ছে ভারত। এখনও শেষ হয়নি কোভিড, এদিন এমনই সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।  সতর্ক থেকে পরিস্থিতির উপর নজর রাখতে বললেন মনসুখ মাণ্ডব্য। ২ বছর ১০ মাস পর রাজ্যে বন্ধ হয়ে গেল দৈনিক কোভিড বুলেটিন প্রকাশ। ২০২০-র  ৪ ফেব্রুয়ারি প্রকাশ হতে শুরু করেছিল দৈনিক কোভিড বুলেটিন। রাজ্যে করোনা গ্রাফ তলানিতে, তাই এই সিদ্ধান্ত, খবর স্বাস্থ্যভবন সূত্রে। পরিস্থিতির পরিবর্তন হলে ফের বুলেটিন প্রকাশ করবে রাজ্য।