গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা: ভোর হতে না হতেই গঙ্গাসাগরে জনজোয়ার। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সাগর সঙ্গমে। চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান। মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে গতকাল সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে। আজ সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত থাকবে।


মকর সংক্রান্তির পুণ্যস্নানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে পুণ্যার্থী ও পর্যটকরা এসেছেন। টহল দিচ্ছে পুলিশ। মেলা চত্বরে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) ছাড়াও মোতায়েন রয়েছে উপকূলরক্ষী বাহিনী (Coast Guard)। স্পিড বোটের পাশাপাশি, ড্রোন উড়িয়ে নজরদারি চলছে। অন্যদিকে, ঘন কুয়াশার কারণে গতকালের মতো আজও সাগরের কচুবেড়িয়া লট এইট থেকে বন্ধ লঞ্চ ও ভেসেল পরিষেবা। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে জমজমাট বীরভূমের জয়দেবের মেলাও। অজয়ের পাড়ে এবারও বাউল মেলায় বিপুল জনসমাগম। কড়া নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের তরফে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে দমকলমন্ত্রী। 'জাতীয় মেলা হিসেবে ঘোষিত হোক গঙ্গাসাগর', দাবি মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose)।


শনিবারও ভিড় দেখা গিয়েছিল গঙ্গাসাগরে (Ganga Sagar)। সেদিন মাহেন্দ্রক্ষণ শুরু হওয়ার পরেই শুরু হয় স্নান। এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তি। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, এবার দু'দিনই সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ। কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি, এদিন ভোর থেকে সাগরে স্নান করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। স্নান করার জন্যে সাগরের পাঁচটি ঘাটের মধ্য অন্যতম গুরুত্বপূর্ণ ২নম্বর ঘাট। কিন্তু সেই ঘাটটি বন্ধ থাকায় সমস্যায় পড়েন পুণ্যার্থীরা। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, রবিবার সূর্যোদয় থেকে সকাল ১১.৪৫ পর্যন্ত স্নানের জন্য শুভক্ষণ (Makar Sankranti)।

জয়দেবের মেলাতেও ভিড়:
ভোরের আলো ফোটার আগেই বীরভূমে (Birbhum) অজয়ের পাড়ে মানুষের ঢল। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পুণ্যস্নান উপলক্ষ্যে ভিড়ে ঠাসা বীরভূমের ইলামবাজারের জয়দেবের কেন্দুলির মেলা। চারদিন ধরে মেলা চলবে। প্রশাসনের তরফে অজয়ের বুকে বেশ কয়েকটি ঘাট করা হয়েছে স্নানের জন্য। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বোলপুর স্টেশন থেকেও মেলায় যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। করোনার কারণে ২ বছর বন্ধ ছিল কেন্দুলির মেলা। এ বছর বিধিনিষেধ না থাকায় দেশ-বিদেশ থেকে পর্যটক ও পুণ্যার্থীরা এসেছেন।
|
আরও পড়ুন: কুয়াশায় ঢাকা চারদিক, দেরিতে বহু ট্রেন, সমস্যা বিমান চলাচলেও