ব্রতদীপ ভট্টাচার্য ও সুনীত হালদার, কলকাতা ও হাওড়া: স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি উপরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকে ঘন কুয়াশা দেখা গিয়েছে। প্রবল কুয়াশার কারণে ধাক্কা খেয়েছে ট্রেন চলাচল। হাওড়া স্টেশনে পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। সমস্যা দূরপাল্লার ট্রেনেও। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়ছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন হাওড়ায় দেরিতে ঢুকেছে।
কোন কোন ট্রেনে দেরি:
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,
- ডাউন জোধপুর এক্সপ্রেস আ়ড়াই ঘণ্টা
- ডাউন অমৃতসর মেল ৬ ঘণ্টা ২০ মিনিট
- ডাউন দুন এক্সপ্রেস ৫ ঘণ্টা
- ডাউন বিভূতি এক্সপ্রেস ও ডাউন কালকা মেল ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে চলছে।
- দক্ষিণ-পূর্ব রেলের শাখায় সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন পুণে-আজাদ হিন্দ এক্সপ্রেস।
- কুয়াশার কারণে আজ সকালে পুরী এক্সপ্রেস দেড়ঘণ্টা দেরিতে হাওড়ায় ঢোকে।
- হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে, সকাল ৮টা ৫০-এ ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে।
প্রভাব নেই লোকাল ট্রেনে:
দূরপাল্লার ট্রেনে প্রভাব পড়লেও লোকাল ট্রেনে কোনও প্রভাব নেই বলে জানানো হয়েছে রেলের তরফে।
বিমান চলাচলে সমস্যা:
ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল রবিবারের সকাল। সল্টলেক, নিউটাউন এবং কলকাতা বিমানবন্দরে গতকাল রাত সাড়ে ৩টে থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় ৫টি বিমান অবতরণ করতে পারেনি। সেগুলিকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে সমস্ত বিমান দেরিতে ছাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কাটলেও, দিনভর ভোগান্তি চলবে বলে আশঙ্কা করছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবারও ঊর্ধ্বমুখী ছিল পারদ। কুয়াশার দাপট ছিল। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শনিবারই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় সম্পূর্ণ নষ্ট না হলে বঙ্গে শীত ফেরার আশা অধরাই থেকে যাবে এই মরসুমে। সোমবার থেকে পারা-পতন শুরু হবে। কলকাতায় তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার কলকাতা-সহ উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছিল।
আরও পড়ুন: সন্ধে পর্যন্ত মাহেন্দ্রক্ষণ, সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে