অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: শহরে বেআইনি ও বিপজ্জনক বাড়ি চিহ্নিত করতে পরিদর্শনে নেমে পড়লেন কলকাতা পুরসভার (Kolkata Municipal Coporation) সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়াররা। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ১২ জন চিরঘুমে যাওয়ার পর অবশেষে ঘুম ভেঙেছে কলকাতা পুরসভার। শহরে বেআইনি নির্মাণ ও বিপজ্জনক বাড়ি নিয়ে এবার কড়া অবস্থান নিয়েছে তারা। সোমবার থেকে শুরু হল শহরের বেআইনি ও বিপজ্জনক বাড়ি বা বিল্ডিং চিহ্নিত করে কলকাতা পুরসভার নতুন অ্য়াপে নথিভুক্ত করার কাজ।
অ্যাপ চালু পুরসভার: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে ১২ জনের মৃত্য়ুর পর এমপ্লয়ি অ্য়াপ চালু করেছে কলকাতা পুরসভা। নতুন এই অ্য়াপে লগ-ইন করার পর বোরো নম্বর, রাস্তার নাম, বাড়ি বা বিল্ডিংয়ের নম্বর অ্য়াপে আপলোড করতে হয়। ঠিকানা না পাওয়া গেলে সংশ্লিষ্ট বাড়ি বা বিল্ডিংয়ের ছবি অ্য়াপে আপলোড করতে হয়। নির্দিষ্ট বোরোর দায়িত্বে কে আছেন, তাও অ্য়াপে নথিভুক্ত করতে হয়। কোনও সমস্য়া রয়েছে মনে করলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়াররা। বাধা পেলেও অ্য়াপে অভিযোগ নথিভুক্ত করতে হয় তাঁদের। সোম থেকে শুক্র, ৫ দিন গ্রাউন্ড জিরোয় থাকবেন কলকাতা পুরসভার সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়াররা। কবে কোথায় সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়াররা যাবেন তার তালিকা রস্টার থাকবে।
৩ নম্বর বোরোর ১৩ নম্বর ওয়ার্ডে মুচিবাজারে একটি বিপজ্জক বাড়ি চিহ্নিত করেন সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়ার। এই বোরোরই ১৪ নম্বর ওয়ার্ডে একটি বেআইনি নির্মাণও চিহ্নিত করলেন তিনি। কলকাতা পুরসভা সূত্রে খবর, এখন থেকে কোনও বাড়ি বা বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধের নোটিস জারি হলে, সেখানে গার্ড পোস্টিং করা হবে।অন্য়দিকে, গার্ডেনরিচের নির্মীয়মাণ বহুতল দুর্ঘটনার কারণ খুঁজতে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। গতকাল ফের ওই বহুতল পরিদর্শন করে যাদবপুরের বিশেষজ্ঞদের দল। গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের কলকাতা পুরসভা গঠিত অনুসন্ধান কমিটির মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HS Exam : পাস করলে তবেই যাওয়া যাবে পরবর্তী সেমিস্টারে, উচ্চ মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা সংসদের