কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উচ্চ মাধ্যমিকের (HS Exam) প্রতি সেমিস্টারেই থাকছে পাস-ফেল। আগের সিদ্ধান্ত বদলের পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাস করলেই তবে যাওয়া যাবে পরবর্তী সেমিস্টারে। 


সিদ্ধান্ত বদলের পথে সংসদ: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এখন হয় বছরে একবার।  রাজ্যে এবার বছরে ২ বার হবে উচ্চমাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এরাজ্যেই প্রথম লাগু হতে চলেছে নতুন পদ্ধতি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর এবং ২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির ২টি সেমিস্টার।২০২৫ সালের নভেম্বেরে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার এবং ২৬-এর মার্চে দ্বাদশের দ্বিতীয় সিমেস্টার নিয়ে হবে উচ্চমাধ্যমিক। সেই অর্থে সিমেস্টার ভিত্তিক উচ্চমাধ্যমিকের প্রথম ব্যাচ পরীক্ষায় বসবে ২০২৬ সালে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, একটা সেমিস্টার পাস করলে তবেই পরবর্তী সেমিস্টারে বসতে পারবে সংশ্লিষ্ট পরীক্ষার্থী। এবিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, গুণগত মানের কথা ভেবে সিদ্ধান্ত বদলের ভাবনা নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংসদ। 


নতুন পদ্ধতির হাত ধরে পরিবর্তন আসছে প্রশ্নপত্রে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, দ্বাদশ শ্রেণি বা উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে প্রথম সেমিস্টার হবে MCQ পদ্ধতিতে OMR শিটে। দ্বিতীয় সেমিস্টারে থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনাত্মক প্রশ্ন। প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয়ে ২টি সিমেস্টারের পূর্ণমান হবে ৩৫ নম্বর করে। ৩০ নম্বরের হবে প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যালবিহীন বিষয়ে সিমেস্টার পিছু পূর্ণমান হবে ৪০। প্রকল্পের জন্য বরাদ্দ ২০। একাদশ শ্রেণির পরীক্ষা হবে স্কুলেই। নিজের স্কুলে সংসদের রুটিন ও গাইডলাইন মেনে পরীক্ষা হবে। থাকছে না টেস্ট। একটি কমন অ্যাডমিট কার্ডেই হবে উচ্চমাধ্যমিকের সেমিস্টার। উচ্চমাধ্যমিকে প্রথম সিমেস্টার হবে দেড় ঘণ্টা। দ্বিতীয় বা চূড়ান্ত সিমেস্টার ২ ঘণ্টা। বর্তমানে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির সিলেবাসের ওপর হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেমিস্টারের স্বার্থে বদলে যাচ্ছে সিলেবাস। ১১ বছর পর উচ্চমাধ্যমিকের ৪৯টি বিষয়ের সিলেবাসের পরিবর্তন হল। কোনও কোনও বিষয়ে ৯০ শতাংশ বদলে গিয়েছে সিলেবাস। মূলত, কলা বিভাগে সিলেবাস বদল হয়েছে সবচেয়ে বেশি।


এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ৩০ শতাংশ নম্বর পেলেই পড়ুয়াকে উত্তীর্ণ বলে ধরা হবে। একটি সিমেস্টারে কম নম্বর পেলেও বসা যাবে দ্বিতীয় সেমিস্টারে। ২টি সেমিস্টারে প্রাপ্ত নম্বর মিলিয়ে হিসেব করা হবে পাস নম্বর।  গুণগত মানের কথা মাথায় রেখে এবার এই সিদ্ধান্ত বদলের কথা ভাবছে সংসদ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: North Bengal Weather: উত্তরবঙ্গে দুর্যোগ, রাতেই যাচ্ছেন মমতা, রাজভবনে প্রস্তুত পিস রুম


Education Loan Information:

Calculate Education Loan EMI