কলকাতা: গার্ডেনরিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতলের একাংশ (Garden Reach Building Collapse)। মৃত্যু হয়েছে ২ জনের। আহত বহু। এখনও আটকে একাধিক জন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে দমকল, বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফ। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং দমকল মন্ত্রী সুজিত বসু। 


গার্ডেনরিচে মৃতের পরিবার পিছু ৫ লাখ টাকা : ফিরহাদ হাকিম


ফিরহাদ বলেন , 'মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। যারা মারা গিয়েছে তাঁদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা দেওয়া হবে।'  রবিবার রাত ১২টা নাগাদ, কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুরে ভেঙে পড়ে গার্ডেনরিচের নির্মীয়মান বহুতলটি। আজহার মোল্লা বাগান এলাকায় একাধিক ঝুপড়ি ছিল। সেই ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতলটি। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ চাপা পড়ে আছেন কিনা, খোঁজ চালাচ্ছেন পুলিশ, দমকল কর্মী ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ইতিমধ্য়েই এই ঘটনায় ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।






গার্ডেনরিচে 'অবৈধ নির্মাণ', দায়ি কারা ? ফিরহাদের নিশানায় বামেরা


স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ৫ তলার নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়েছে। কয়েক মাস ধরে অবৈধভাবে বহুতলটি নির্মাণ করা হচ্ছিল বলে, অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতলটি বানানো হচ্ছিল বলেও অভিযোগ। গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে মেয়র ফিরহাদ হাকিমকে ট্যুইটে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকার বাসিন্দাদের মুখে শোনা গিয়েছে 'পুকুর বুজিয়ে বহুতল তোলা'-র কথা। 'অবৈধ নির্মাণ' বলে মুখ খুললেন মেয়র। কাদের দিকে অভিযোগের আঙুল ফিরহাদের ? 'বেআইনি ভাবেই নির্মাণ করা হচ্ছিল বহুতলটি', স্বীকার করে নেন খোদ মেয়র, কিন্তু দোষ চাপালেন বাম আমলের উপর। 


আরও পড়ুন, কেন্দ্র জ্বালানির দাম কমানোর পর আজ ফের বাড়ল আগ্রায়, কলকাতায় কত ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)