কলকাতা: লোকসভা ভোটের আগে অন্যতম বড় ঘটনা গার্ডেনরিচ বহুতল বিপর্যয় (Garden Reach Building Collapse)। গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিল্ডিং বিভাগের বৈঠকে ১৫ নম্বর বরোর এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমক দিয়েছিলেন মেয়র। ওই ঘটনার সপ্তাহ দুয়েক পর নিজেই দুঃখপ্রকাশ করলেন মেয়র (Firhad Hakim)।
'দুঃখপ্রকাশ' করলেন মেয়র
সূত্রের খবর, ফিরহাদ হাকিম তাঁকে বলেন, হয় আপনি অপদার্থ, না হয় আপনি চোর। আপনার ভুলের জন্যেই এতগুলো প্রাণ গেল। পাশের আইনি বাড়িকে নোটিস, দেখতে পেলেন না বেআইনি নির্মাণ? এই ঘটনার পর, পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ইঞ্জিনিয়ারদের সংগঠন। অভিযোগ ওঠে, স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে বারবার আড়াল করতে পুর আধিকারিকদের দোষারোপ করেন মেয়র। কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্য়ান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস সিংহ প্রশ্ন তুলে বলেছেন, 'কেন একজন হ্যান্ডিক্যাপ ছেলেকে এই তিনটি ওয়ার্ডের দায়িত্ব দিয়েছেন ? কালকে মেয়র যে কথা বলেছেন, একজন প্রতিবন্দী ছেলের সম্পর্কে এই মন্তব্য করতে পারেন ? কালকে যেভাবে উনি যেভাষায় কথা বলেছেন, ক্ষমা চাওয়া উচিত।' এদিকে ওই ঘটনার সপ্তাহ দুয়েক পর আজ সেই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন, বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে BJP-র পতাকা, ছবি পোস্ট গৌতম দেবের
'আমি জানতাম না যে..'
এদিন ফিরহাদ হাকিম বলেন, 'পুরসভার স্থানীয় কিছু ইঞ্জিনিয়ারদের, যারা বেআইনি প্রোমোটার, তাঁরা ভয় দেখায়। আমি জানতাম না যে, তাঁর ( সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) পায়ের একটা প্রবলেম আছে। তাঁকে ওখানে ফিল্ডে দেওয়াই উচিত নয়। এটা দুর্ভাগ্য যে, এটা আমরা না জেনে, এটা হয়েছে। এছাড়া আমার দুই জন ইঞ্জিনিয়ার এখানে এসে বলল যে, প্রাণনাশের হুমকি আসছে।' তিনি বলেন, 'আমি বলছি না, কোনও ছেলে চাকরি করতে এসে তাঁর জীবন সংশয় হয়ে যাবে, বা তাঁর হ্যাকল হবে, আমি চাই না। কিন্তু অন্তত থানায় তো FIR করবে যে আমি AC এলাকায় ঘুরছি, এখানে বেআইনি কাজ হচ্ছে, আমি থানায় এসে FIR করছি। এইটাই আমি, বারবার বলার পরে যদি DG এই কমিশনার ছিলেন না, আগের কমিশনার., তাঁকে এতবার বলার পরেও যদি কার্যকর না হয়, সেইজন্য তাঁর ওপর আমি একটু সেদিন রেগে গিয়েছিলাম।'