সঞ্চয়ন মিত্র, কলকাতা : গার্ডেনরিচে ( garden reach ) নির্মীয়মাণ বহুতল-বিপর্যয়ে একের পর এক মর্মান্তিক মৃত্যু দেখেছে শহর। ১১ জনের মৃত্যুর পর থেকেই আতঙ্কের প্রহর গুনছেন ওই এলাকারই মুদিয়ালি হাইস্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। এই বুঝি কোনও বিপদ ঘনিয়ে এল ছোট্ট পড়ুয়াদের কপালে ! আতঙ্কে কাটে প্রহর। স্কুলবাড়ির দশা ( garden reach mudiali high school ) নিয়ে কপালে চিন্তার ভাঁজ অভিভাবক থেকে পড়ুয়া সব্বার। গার্ডেনরিচের ঘটনার পর থেকে সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। 


পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, সংস্কারের অভাবে স্কুলবাড়ির অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। মাঝেমধ্যেই এখান-সেখান থেকে খসে পড়ছে চাঙড়। বহু জায়গায় পলেস্তারা চটে গিয়ে বেরিয়ে পড়েছে কংক্রিট। আশঙ্কা মাথায় নিয়েই বছরের পর বছর ধরে ক্লাস করছে পড়ুয়ারা। আতঙ্কে ভুগছেন অভিভাবকরাও। 

অভিভাবকদের অভিযোগ, স্কুলের শৌচাগারের এমন অবস্থা যে, স্কুলের গেটের সামনে সুলভ শৌচাগার ব্যবহার করতে হয় পড়ুয়াদের। গার্ডেনরিচের মর্মান্তিক পরিণতি দেখে ঘুম উড়েছে পড়ুয়াদের মা-বাবার। শুক্রবার স্কুলের গেটে বিক্ষোভ দেখায় এসএফআই সমর্থকরা। প্রধান শিক্ষক সুষেণকুমার মণ্ডলের দাবি, ২০২০ সাল থেকেই স্কুলবাড়ি  সংস্কারের চেষ্টা চলছে। দ্রুত পড়ুয়াদের অন্যত্র সরিয়ে বাড়ি সারানোর কাজ শুরু হবে। কিন্তু সেই সময়টা কবে আসবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। 


গার্ডেনরিচের বিপর্যয়ে ক্রমেই সামনে আসছে মর্মান্তিক ছবি। ১১ টি মৃত্যু নড়িয়ে দিয়েছে শহরকে। প্রশ্নের মুখে পুরসভা ও প্রশাসন । কার ছত্রছায়ায় এমন বেআইনি নির্মাণ গড়ে উঠছিল? কোনও বড় নাম কি জড়িয়ে এই বেআইনি কাজের সঙ্গে ? একের পর এক প্রশ্ন উঠছে। একদিকে যেমন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, কাউন্সিলরের কোনও দোষ নেই ! তাঁর পক্ষে জানা সম্ভব নয়, কোন নির্মাণের আইনি ছাড়পত্র আছে, কোনটার নেই। অন্যদিকে এলাকার কাউন্সিলরের সঙ্গে ধৃত প্রমোটারের যোগসূত্র আছে বলে দাবি করেছে বিরোধীপক্ষ। সব মিলিয়ে এক বাড়ি বিপর্যয় সামনে এনে দিয়েছে বিরাট দুর্নীতির ছবি।  মানুষের মনে প্রশ্ন এমন বেআইনি নির্মাণ কোন কোনগুলো সাধারম মানুষ বুঝবে কী করে? তাছাড়া কলকাতা শহরে এমন বিপজ্জনক অবস্থায় থাকা নির্মাণ অনেক। সেগুলোর কী হবে ? কবে সদর্থক পদক্ষেপ নেবে প্রশাসন? 


আরও পড়ুন :                  


Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ