Garden Reach Building Collapse Live: ৫ তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা, দাবি ধৃত প্রোমোটারের

West Bengal Building Collapse News : ১০ জনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ ও ১০ বছরের দুই বালক-সহ ৬ জন ICU-তে ভর্তি। 

ABP Ananda Last Updated: 18 Mar 2024 08:33 PM
Garden Reach Building Collapse: ৫ তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা, দাবি ধৃত প্রোমোটারের

গুরুতর আহত অবস্থায় হাসপাতাল-নার্সিংহোমে বেশ কয়েকজন। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার গ্রেফতার। গার্ডেনরিচকাণ্ডে ধৃত প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা পুলিশের। ৫ তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা, দাবি ধৃত প্রোমোটারের।
গার্ডেনরিচে ২২-এর ডিসেম্বর থেকে তৈরি হচ্ছিল বহুতল। ১৬০০ টাকা স্কোয়ার ফিট, প্রতিটি ফ্ল্যাট ৫০০ বর্গফুটের। দেড় বছরের মধ্যেই ধূলিসাৎ সস্তার ফ্ল্যাট।

Kolkata Building Collapse News: বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল

বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত বেড়ে ৯। ১৯ ঘণ্টা পার, ধ্বংসস্তূপে এখনও ৪-৫জন আটক।

Garden Reach Building Collapse: মিথ্য়ে বলছেন শুভেন্দু, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের

এলাকায় জলাভূমি ভরাটের ব্যাপারে কিছুই জানতেন না, মিথ্য়ে বলছেন শুভেন্দু অধিকারী, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের।

Kolkata Building Collapse News: গার্ডেনরিচে বিপর্যয়, তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা।

গার্ডেনরিচে বিপর্যয়, তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা। খুন, খুনের চেষ্টা, গাফিলতির ধারায় মামলা পুলিশের। 'উপরের তলায় গাঁথনি তৈরির সময় বিপর্যয়, ডিসেম্বর, ২০২২-এ কাজ শুরু, বিক্রি হয়ে গিয়েছিল সমস্ত ফ্ল্যাট। ৫০০ স্কোয়ারফুটের ১৬টি ফ্ল্যাটই বিক্রি হয়ে গিয়েছিল।'

Garden Reach Building Collapse: গার্ডেনরিচ বহুতল বিপর্যয়কাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা

গার্ডেনরিচ বহুতল বিপর্যয়কাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৮ জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায়। 

Kolkata Building Collapse News: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়, তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দুর

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়, তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দুর। 'কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বত্র জলাভূমি ভরাট হচ্ছে, পুরসভা, কাউন্সিলর ও পুলিশের মদতে পুকুর ভরাট হচ্ছে। তপসিয়ায় তৃণমূলের পার্টি অফিসের সামনেও জলাভূমি ভরাট। কোনও অনুমতি ছাড়াই পুকুর বুঝিয়ে বহুতল তৈরি হচ্ছে। গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে বৃহত্তর তদন্ত হওয়া উচিত। গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের জন্য দায়ী মুখ্যমন্ত্রী, মেয়র ও কাউন্সিলর। এনডিআরএফ-কে আগে ডাকলে মৃত্যু কম হতো।' 

Suvendu Adhikari on Building Collapsed: গার্ডেনরিচের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা শুভেন্দুর

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Garden Reach Building Collapse: দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথা বললেন রাজ্যপাল

দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, গার্ডেনরিচের ঘটনা নিয়ে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।

Kolkata Building Collapse News :গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত বেড়ে ৭, ১৬ ঘণ্টা পার, এখনও ধ্বংসস্তূপের নীচে ৪-৫জন

বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত বেড়ে ৭, ১৬ ঘণ্টা পার, এখনও ধ্বংসস্তূপের নীচে ৪-৫জন

Garden Reach Building Collapse Death Toll :গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত বেড়ে আহতদের ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত বেড়ে আহতদের ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী, ঘুরে দেখলেন এলাকা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Kolkata Building Collapse News :গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভাঙার ঘটনায় এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৪ জন

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভাঙার ঘটনায় এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৪ জন।

Garden Reach Building Collapse Death Toll : গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত ৭

গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত ৭। ধ্বংসস্তূপের নীচে চলছে প্রাণের খোঁজ। জোর কদমে চলছে উদ্ধারকাজ। 

Kolkata Building Collapse News : গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৬

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃতের সংখ্যা ৬। ঝুপড়ির ওপর নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু ৬ জনের

West Bengal Garden Reach Building Collapse : গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে ৫

গতকাল মধ্যরাতে গার্ডেন রিচে ভেঙে পড়ে বহুতল। মৃত্যু হল মোট ৫ জনের। 

Garden Reach Building Collapse : ফিরহাদ হাকিমের জন্য বন্দর এলাকায় বেআইনি নির্মাণ হয় শামস ইকবালের মদতে: সুকান্ত

গার্ডেনরিচ কাণ্ডে তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে নিশানা সুকান্ত মজুমদারের। 'বাংলায় ব্যাপক ভাবে বেআইনি নির্মাণের দায় কার? ফিরহাদ হাকিমের জন্য বন্দর এলাকায় বেআইনি নির্মাণ হয় শামস ইকবালের মদতে। ঘোরেন ৫ কোটির গাড়ি নিয়ে', 
সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির রাজ্য সভাপতির 

Firhad Hakim : 'এফআইআর দায়ের করা হয়েছে ,১ প্রোমোটার গ্রেফতার হয়েছেন' জানালেন মেয়র

ভেঙে পড়া বহুতলটি সাম্প্রতিককালেই তৈরি করা হচ্ছিল। বেআইনি নির্মাণের দায় বাম আমলের ঘাড়ে চাপিয়েও অবশেষে স্বীকার করলেন মেয়র। 'কেন বেআইনি নির্মাণ হচ্ছে, সেটাই বিস্ময়', সব জায়গায় নজর রাখা সম্ভব নয়, দাবি মেয়র ফিরহাদ হাকিমেরয

Firhad Hakim : 'এফআইআর দায়ের করা হয়েছে ,১ প্রোমোটার গ্রেফতার হয়েছেন' জানালেন মেয়র

ভেঙে পড়া বহুতলটি সাম্প্রতিককালেই তৈরি করা হচ্ছিল। বেআইনি নির্মাণের দায় বাম আমলের ঘাড়ে চাপিয়েও অবশেষে স্বীকার করলেন মেয়র। 'কেন বেআইনি নির্মাণ হচ্ছে, সেটাই বিস্ময়', সব জায়গায় নজর রাখা সম্ভব নয়, দাবি মেয়র ফিরহাদ হাকিমেরয

Kolkata Building Collapse Live : গার্ডেনরিচে ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে ৫, দেওয়া হচ্ছে অক্সিজেন, জল

গার্ডেনরিচে ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে ৫। দেওয়া হচ্ছে অক্সিজেন, জল। চাঙড় সরিয়ে চলছে উদ্ধারকাজ। গ্রেফতার ১, জানালেন মেয়র।

Garden Reach Building Collapse : ৩ ফুট রাস্তার ওপর কীভাবে তৈরি হচ্ছিল ৬ তলা বহুতল? প্রশ্ন স্থানীয়দের

ঘিঞ্জি এলাকা। গায়ে গায়ে ঝুপড়ি, বাড়ি, বহু মানুষের বাস গার্ডেনরিচের পাহাড়পুরের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে। সামনে আসছে বেআইনি নির্মাণের অভিযোগ। ৩ ফুট রাস্তার ওপর কীভাবে তৈরি হচ্ছিল ৬ তলা বহুতল? প্রশ্ন স্থানীয়দের। 

Mamata Banerjee : বাংলার মুখ্যমন্ত্রী অসুস্থ অবস্থাতেই ঘটনাস্থলে

বাংলার মুখ্যমন্ত্রী অসুস্থ অবস্থাতেই ঘটনাস্থলে ।





Kolkata Building Collapse : ৮ ও ১০ বছরের দুই বালক-সহ ৬ জন ICU-তে ভর্তি

বহুতল-বিপর্যয়ে ১৫ জন আহত, এঁদের মধ্যে ৫ জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন, বাকি ১০ জনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ ও ১০ বছরের দুই বালক-সহ ৬ জন ICU-তে ভর্তি। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

Kolkata News Live : অসুস্থ অবস্থাতেই মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে, পাশে থাকার বার্তা

 অসুস্থ অবস্থাতেই মুখ্যমন্ত্রী এলেন গার্ডেনরিচের পাহাড়পুরে। মাথায় ব্যান্ডেজ ও কালো ওড়না

Kolkata Building Collapse : ক্ষমতায় আসার ১৩ বছর পরেও বাম আমলের উপর দায় চাপালেন ফিরহাদ

মেয়রের বিধানসভা এলাকাতেই বেআইনি বহুতল ভেঙে মৃত্যু। ক্ষমতায় আসার ১৩ বছর পরেও বাম আমলের উপর দায় চাপালেন ফিরহাদ। 

Kolkata Building Collapse : ভাঙা বাড়ির নীচে এখনও আটকে অনেকে, তাদের সঙ্গে ফোনে কথা বলছে উদ্ধারকারীদল

ভাঙা বাড়ির নীচে এখনও আটকে ৫-৬ জন। তাদের সঙ্গে ফোনে কথা বলছে উদ্ধারকারীদল। এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা

West Bengal News Live : এখনও আটকে ৭ জন, জানাল দমকল

গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২। মৃতার নাম সামা বেগম (৪৭), হাসিনা খাতুন (৫৫) । এখনও আটকে ৭ জন, জানাল দমকল

Kolkata Building Collapse :  ঝুপড়ির ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বড় বড় কংক্রিটের চাঁই

 ঝুপড়ির ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বড় বড় কংক্রিটের চাঁই। ক্ষতিগ্রস্ত পাশের বহুতলও। ঘটনাস্থলে পুলিশ কমিশনার, দমকলমন্ত্রী, মেয়র। 

Kolkata Building Collapse : গার্ডেনরিচ বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

গার্ডেনরিচ বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। 'গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার ঘটনা জেনে ব্যথিত' ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

প্রেক্ষাপট

মাঝরাতে গার্ডেনরিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। ৪৭ বছরের সামা বেগম ও ৫৫ বছরের হাসিনা খাতুনের মৃত্যু হয়েছে। মৃত দুই মহিলাই ঝুপড়ির বাসিন্দা। ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে রয়েছেন ৭ জন। তাঁদের মধ্যে ২ জন সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বহুতল-বিপর্যয়ে ১৫ জন আহত, এঁদের মধ্যে ৫ জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন, বাকি ১০ জনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ ও ১০ বছরের দুই বালক-সহ ৬ জন ICU-তে ভর্তি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.