কলকাতা: বছরে একবার বন্যা আসে। বছরে একবার দেব আসেন। অসফল সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ টেনে ফের তৃণমূল সাংসদ দেবকে নিশানা করলেন দিলীপ ঘোষ। খড়গপুরে ভোটে দাঁড়াতে চান বলে সফট টার্গেট করছেন, পাল্টা খোঁচা দিয়েছেন দেব।
আরও একটা বর্ষা, সামনেই আরও একটা ভোট। সেই সূত্র খরেই রাজনীতির আঙিনায় ফের শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা। ঘাটালে গিয়ে যেদিন মাস্টার প্ল্যান করলেন দেব, সেদিনই ঘাটালে দাঁড়িয়ে তাঁকে নিশানা করলেন দিলীপ ঘোষ। গতকাল দিলীপ ঘোষ বলেন, "বছরে একবার বন্যা আসে। বছরে একবার দেব আসেন। পাঁচ বছরে একবার এসে পাগলু ড্যান্স করেন। সবাই ভোট দিয়ে দেন। আমার মনে হয় দেব তিনবার সাংসদ হয়ে কোনও পরিবর্তন করতে পারেনি মানুষের জীবনের। বন্যার কোনও পরিবর্তন করতে পারলেন না। ভগবানের ইচ্ছেয় বন্যা আসে বন্যা যায়। এখানে সরকারের কোনও রোল নেই। একজন অসফল সাংসদ।''
বুধবার বন্যা কবলিত ঘাটালে এদিন যান সাংসদ দেব। গতকাল SDO অফিসে জেলাশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্যসচিব ও উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ। আর গতকালই ঘাটালের সাংসদকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। দিলীপ ঘোষের বক্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন দেব। তিনি বলেন, "একজন বিজেপি নেতাকে দেখাতে পারবেন যিনি বিধানসভা, রাজ্যসভা বা লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছেন। এখন অনেক MP, MLA আছেন। ঘাটালের বিধায়ক রয়েছেন। তিনি কি একটাও লাইন লিখেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও মনে হয় দিলীপ বাবু এবার খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। সেটার জন্য তো কাউকে একটা ঢিল মারতে হবে। আমি তো সফট টার্গেট এখানে। কিছু না হলেও দেবকে আক্রমণ করতে হবে।''
যদিও এই প্রথম নয়। দিনকয়েক আগেও ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে দেবকে খোঁচা দেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, "দেব প্রত্যেকবার ইলেকশনে বলে, "এবারে যদি ঘাটাল সমস্যার সমাধান না করি, আমি রাজনীতি ছেড়ে দেব। ভাল ছেলে। কিন্তু এরকম নিকম্মা ভাল ছেলে কী হবে। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? দম থাকলে পদত্যাগ করে দেখাও। ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে। এমনকি তাঁকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে, তৃণমূলের লোকেরাই করেছে ষড়যন্ত্র। প্রত্যেকবার তাঁকে বলা হয়, ভোটে যদি না দাঁড়াও, তোমার সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি বলছি, তোমার কী মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নীচু করে না। ওই চোরেদের কাছে মাথানত করো না, দম থাকে বেরিয়ে এসো।''