সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : উত্তর বঙ্গোপসাগরে ( Bay Of Bengal ) তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ ( Deep Depression ) । আর তার জেরে রাতভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। কলকাতা সহ বিভিন্ন জেলায় জমেছে জল। টানা বৃষ্টি চলেছে  পশ্চিম মেদিনীপুরে ( West Midnapore )। তার ফলে ঘাটাল মহকুমা হাসপাতালের  মেন বিল্ডিংয়ের একতলা জল থই-থই । জেনারেল ওয়ার্ড জলমগ্ন ! জল ঢুকেছে অন্যান্য ওয়ার্ডেও।

একদিনের বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফিরেছে জল যন্ত্রণার চেনা ছবি।  হাসপাতালের ছাদ চুঁইয়ে জল পড়ছে।  জল ঠেলে ঠেলে রোগী দেখছেন চিকিৎসকরা। হাসপাতালে রোগীকে দেখতে এসে সমস্যায় পড়ছেন আত্মীয়-পরিজনেরাও। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। একদিনের বৃষ্টিতেই এই জল-যন্ত্রণা? কবে কাটবে ? কবে সমাধান হবে জল জমার সমস্যার, প্রশ্ন এলাকার মানুষের।             

যদিও ঘাটালে জল জমার ছবি ব্যতিক্রমী নয়। ফি বছর বন্যায় ব্যাপকভাবে প্রভাবিত হয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। প্রায় ২০ লক্ষ মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হন। ঘর-দোর থেকে জমির ফসল, সব ভাসিয়ে নিয়ে যায় বেনোজল। এই সঙ্কটমুক্তির উপায় ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। এই নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি, রাজনৈতিক আকচা-আকচি চলছে। কিন্তু সমস্যা মুক্তির পথ পায়নি ঘাটাল। এ বছর এখনও বন্যা পরিস্থিতি তৈরি হয়নি ঠিকই, তবে একদিনের বৃষ্টিতেই জলে ভাসছে হাসপাতাল। এবারও কি জল দুর্গতি পোহাতে হবে ঘাটালকে, চিন্তায় এলাকাবাসী। 


চলতি বছরেও ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারের কাছে এই ব্যাপারে দরবার করেও কোনও লাভ হয়নি বলে তাঁর অভিযোগ। ১৯৫৯ সালে নেহরু সরকারের তৈরি কমিটি বন্যা কবলিত ঘাটাল পরিদর্শন করে। ১৯৭৯ সালে জনতা সরকারের আমলে ঘাটাল মাস্টার প্ল্যানে অনুমোদন দেয় কেন্দ্র। ১৯৮২ সালে ইন্দিরা গান্ধীর আমলে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের শিলান্যাস হয়। মাঝে এতগুলো বছর পেরিয়ে গেছে, কেন্দ্রে ও রাজ্যে সরকার বদল হয়েছে, আর্থিক দায়ভার নিয়ে শুধুই চলছে দুই সরকারের চাপানউতোর। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান আজও বাস্তবায়িত হয়নি। ফলে যা হওয়ার তাই হচ্ছে, ফি বর্ষায় ফিরে আসে দুর্ভোগের চেনা ছবি।

শুধু ঘাটাল নয়, জল-দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে কলকাতা শহরের বিভিন্ন জায়গাতেও। ঢাকুরিয়া থেকে কাশীপুর, সব জায়গায় দেখা গেল জমা জল।ডেঙ্গি- ম্যালেরিয়ার বাড়বাড়ন্তের মধ্যেই এই  ছবি নিঃসন্দেহে চিন্তার। 


আরও পড়ুন :


ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায় 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial