ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : মঙ্গলবার রাতের বৃষ্টিতে শহরের অনেক রাস্তাই জলের তলায়। এরই মধ্যে শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে ধস নেমেছে। সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে মেন লাইনের পাশে ধস নামে।
বাতিল ট্রেন
জানা যায়, রাতভর প্রবল বৃষ্টিতে ধসে যায় লাইনের ধারের মাটি। এর জেরে মেন লাইনে শিয়ালদা-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত সাবার্বান লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। বাতিল করা হয়েছে ৫টি লোকাল। বেশ কিছু ট্রেন অন্য লাইন দিয়ে চালানো হচ্ছে।
অপরিকল্পিত নির্মাণের ফলেই কি ধস?
দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ধস যেখানে নেমেছে, তার কাছেই রেলের নির্মাণ কাজ চলছে। প্রশ্ন উঠছে, বর্ষাকালে রেললাইনের ধারে অপরিকল্পিত নির্মাণের ফলেই কি ধস?
গাছ উপড়ে হরিশ মুখার্জি রোডে যান চলাচল বন্ধ
অন্যদিকে, সকালের ব্যস্ত সময়ে হরিশ মুখার্জি রোডে গাছ উপড়ে পড়ায় বিপত্তি ঘটে। সকাল পৌনে ৮টা নাগাদ গাছ ভেঙে রাস্তার ওপর পড়ে। অফিস টাইমে হরিশ মুখার্জি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কারের চেষ্টা চালায়।
মঙ্গলবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কলকাতার কোথায় কত বৃষ্টি হয়েছে -
- সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে। ৯১ মিলিমিটার।
- বেহালায় ৯০.৮ মিলিমিটার।
- বালিগঞ্জে ৮৭ মিলিমিটার।
- জোকায় ৭৬ মিলিমিটার।
- মোমিনপুরে ৭১ মিলিমিটার।
- তপসিয়ায় ৬০মিলিমিটার।
- মার্কুইস স্কোয়ারে ৫৯ মিলিমিটার।
- ঠনঠনিয়ায় ৪৬.৬ মিলিমিটার।
- ধাপায় ৪৬ মিলিমিটার।
- মানিকতলায় ৪৩ মিলিমিটার।
- দত্তবাগানে ৪১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে, নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। ঢাকুরিয়া ব্রিজ, ঢাকুরিয়া স্টেশন রোড, ঢাকুরিয়া বাজার, জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। কালীঘাট এলাকাও জলমগ্ন। বরাবরের মতো জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু জায়গায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সারাদিন । বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।
আরও পড়ুন :
ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়