Gita Path Live: ব্রিগেডে অনুষ্ঠিত হল 'লক্ষ কণ্ঠে গীতা পাঠ', পাঠের পর হল আরতি
ব্রিগেডে অনুষ্ঠিত হল 'লক্ষ কণ্ঠে গীতা পাঠ'। কলস স্থাপন, হরিনাম সঙ্কীর্তনের পর দ্বারকার শঙ্করাচার্যর আশীর্বচন। হাজির ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি। গীতা পাঠের পর হল আরতি। প্রশংসনীয় উদ্যোগ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর। গীতা পাঠের অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির নেতারা।
Bhagavad Gita Path Live: লক্ষাধিক নয়, গীতাপাঠে যোগ দিয়েছেন ৩ হাজার ৭৫০ জন: কুণাল ঘোষ
'লক্ষাধিক নয়, গীতাপাঠে যোগ দিয়েছেন ৩ হাজার ৭৫০ জন। গীতাকে সবাই সম্মান করে, কিন্তু রাজনীতি করছে বিজেপি। ব্রিগেড কেন, শ্রদ্ধানন্দ পার্ক ভাড়া করলেই হয়ে যেত। লোক হবে না, বুঝতে পেরেই আসেননি প্রধানমন্ত্রী', কটাক্ষ কুণাল ঘোষের
Gita Path Live: প্রশংসনীয় উদ্যোগ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর
লক্ষ কণ্ঠে গীতাপাঠের জন্য ব্রিগেডকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতি ব্লকে ৫ হাজার জন করে বসানো হবে। এভাবে মোট এক লক্ষ লোকের গীতাপাঠের ব্যবস্থা করা হয়েছে। প্রশংসনীয় উদ্যোগ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর।
Bhagavad Gita Path Live: গীতাপাঠের জন্য ব্রিগেডে তৈরি ২টি বিশাল মঞ্চ
গীতাপাঠের জন্য ব্রিগেডে তৈরি হয়েছে বিশাল মঞ্চ, যার দুটি ভাগ। বড় মঞ্চটি উঁচু, সেখানে থাকবেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি-সহ বিভিন্ন সাধু-সন্তরা। বড় মঞ্চের নীচে যে ছোট মঞ্চ তৈরি হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
Gita Path Live: ব্রিগেডে আজ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, পড়া হবে গীতার ৫টি অধ্যায়
ব্রিগেডে আজ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, পড়া হবে গীতার ৫টি অধ্যায়। সকালেই হয়েছে কলস স্থাপন। শঙ্খধ্বনি ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রেক্ষাপট
কলকাতা: ব্রিগেডে (Kolkata Brigade) আজ লক্ষ কণ্ঠে গীতা পাঠ (Gita Path), পড়া হবে গীতার (Bhagavad Gita) ৫টি অধ্যায়। সকালেই হয়েছে কলস স্থাপন। শঙ্খধ্বনি ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রিগেডে উপস্থিত থাকবেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি। গীতা পাঠে গলা মেলাবেন ইমান আলি শেখ এবং ফরেজ লস্কররাও। গীতাপাঠের জন্য ব্রিগেডে তৈরি হয়েছে বিশাল মঞ্চ, যার দুটি ভাগ। বড় মঞ্চটি উঁচু, সেখানে থাকবেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি-সহ বিভিন্ন সাধু-সন্তরা। বড় মঞ্চের নীচে যে ছোট মঞ্চ তৈরি হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। লক্ষ কণ্ঠে গীতাপাঠের জন্য ব্রিগেডকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতি ব্লকে ৫ হাজার জন করে বসানো হবে। এভাবে মোট এক লক্ষ লোকের গীতাপাঠের ব্যবস্থা করা হয়েছে। প্রশংসনীয় উদ্যোগ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)।