Gita Path Live: গীতা পাঠের অনুষ্ঠানের মাঝেই ফের বিস্ফোরক বিজেপির অনুপম

Bhagavad Gita Path Live: লক্ষ কণ্ঠে গীতাপাঠের জন্য ব্রিগেডকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতি ব্লকে ৫ হাজার জন করে বসানো হবে

ABP Ananda Last Updated: 24 Dec 2023 04:48 PM
Bhagavad Gita Path Live: লক্ষ কণ্ঠে গীতাপাঠের মাধ্যমে হিন্দু জাগরণ হয়েছে, মন্তব্য শুভেন্দু অধিকারীর

লক্ষ কণ্ঠে গীতাপাঠের মাধ্যমে হিন্দু জাগরণ হয়েছে, মন্তব্য শুভেন্দু অধিকারীর।

Gita Path Live: গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভাল, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর

গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভাল, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর।

Bhagavad Gita Path Live: ফের বিস্ফোরক বিজেপির অনুপম

ফের বিস্ফোরক বিজেপির অনুপম। 'গীতা পাঠে যোগ দেওয়ার জন্যেও টাকা তোলার হয়েছে, চোর মুক্ত বিজেপি চাই', বীরভূমের বিজেপি নেতৃত্বকে নিশানা অনুপম হাজরার।
ব্রিগেডে গীতা পাঠ চলাকালীনই বিস্ফোরক অভিযোগ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।

Gita Path Live: ব্রিগেডে অনুষ্ঠিত হল 'লক্ষ কণ্ঠে গীতা পাঠ', পাঠের পর হল আরতি

ব্রিগেডে অনুষ্ঠিত হল 'লক্ষ কণ্ঠে গীতা পাঠ'। কলস স্থাপন, হরিনাম সঙ্কীর্তনের পর দ্বারকার শঙ্করাচার্যর আশীর্বচন। হাজির ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি। গীতা পাঠের পর হল আরতি। প্রশংসনীয় উদ্যোগ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর। গীতা পাঠের অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির নেতারা।

Bhagavad Gita Path Live: লক্ষাধিক নয়, গীতাপাঠে যোগ দিয়েছেন ৩ হাজার ৭৫০ জন: কুণাল ঘোষ

'লক্ষাধিক নয়, গীতাপাঠে যোগ দিয়েছেন ৩ হাজার ৭৫০ জন। গীতাকে সবাই সম্মান করে, কিন্তু রাজনীতি করছে বিজেপি। ব্রিগেড কেন, শ্রদ্ধানন্দ পার্ক ভাড়া করলেই হয়ে যেত। লোক হবে না, বুঝতে পেরেই আসেননি প্রধানমন্ত্রী', কটাক্ষ কুণাল ঘোষের

Gita Path Live: চলছে গীতাপাঠের অনুষ্ঠান, অংশগ্রহণ সাধু-সন্ত থেকে সাধারণ মানুষ সকলেরই

চলছে গীতাপাঠের অনুষ্ঠান। অংশগ্রহণ সাধু-সন্তদের। যোগ দিয়েছেন সাধারণ মানুষ থেকে বিজেপি নেতারাও।

Bhagavad Gita Path Live: ব্রিগেডে পুলিশ মোতায়েন নেই কেন? তোপ শুভেন্দু অধিকারীর

পার্কস্ট্রিটে ৩০০০ হাজার পুলিশ, ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে কোনও পুলিশ নেই কেন। রাজ্যকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Gita Path Live: প্রথম অধ্যায় শেষ, শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় পাঠ

গীতা পাঠের অনুষ্ঠানে পড়া হবে গীতার ৫টি অধ্যায়। প্রথম অধ্যায় শেষ। শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় পাঠ।

Bhagavad Gita Path Live: ব্রিগেড ময়দানে চলছে গীতাপাঠের অনুষ্ঠান

ব্রিগেড ময়দানে চলছে গীতাপাঠের অনুষ্ঠান। সমবেত কণ্ঠে পাঠ করা হচ্ছে গীতা।

Gita Path Live: ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Bhagavad Gita Path Live: ব্রিগেডে আজ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, শুরু হয়েছে অনুষ্ঠান

ব্রিগেডে আজ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, শুরু হয়েছে অনুষ্ঠান। মঞ্চে দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী।

Gita Path Live: প্রশংসনীয় উদ্যোগ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর

লক্ষ কণ্ঠে গীতাপাঠের জন্য ব্রিগেডকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতি ব্লকে ৫ হাজার জন করে বসানো হবে। এভাবে মোট এক লক্ষ লোকের গীতাপাঠের ব্যবস্থা করা হয়েছে। প্রশংসনীয় উদ্যোগ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর।

Bhagavad Gita Path Live: গীতাপাঠের জন্য ব্রিগেডে তৈরি ২টি বিশাল মঞ্চ

গীতাপাঠের জন্য ব্রিগেডে তৈরি হয়েছে বিশাল মঞ্চ, যার দুটি ভাগ। বড় মঞ্চটি উঁচু, সেখানে থাকবেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি-সহ বিভিন্ন সাধু-সন্তরা। বড় মঞ্চের নীচে যে ছোট মঞ্চ তৈরি হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

Gita Path Live: ব্রিগেডে আজ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, পড়া হবে গীতার ৫টি অধ্যায়

ব্রিগেডে আজ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, পড়া হবে গীতার ৫টি অধ্যায়। সকালেই হয়েছে কলস স্থাপন। শঙ্খধ্বনি ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রেক্ষাপট

কলকাতা: ব্রিগেডে (Kolkata Brigade) আজ লক্ষ কণ্ঠে গীতা পাঠ (Gita Path), পড়া হবে গীতার (Bhagavad Gita) ৫টি অধ্যায়। সকালেই হয়েছে কলস স্থাপন। শঙ্খধ্বনি ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রিগেডে উপস্থিত থাকবেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি। গীতা পাঠে গলা মেলাবেন ইমান আলি শেখ এবং ফরেজ লস্কররাও। গীতাপাঠের জন্য ব্রিগেডে তৈরি হয়েছে বিশাল মঞ্চ, যার দুটি ভাগ। বড় মঞ্চটি উঁচু, সেখানে থাকবেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি-সহ বিভিন্ন সাধু-সন্তরা। বড় মঞ্চের নীচে যে ছোট মঞ্চ তৈরি হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। লক্ষ কণ্ঠে গীতাপাঠের জন্য ব্রিগেডকে ২০টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতি ব্লকে ৫ হাজার জন করে বসানো হবে। এভাবে মোট এক লক্ষ লোকের গীতাপাঠের ব্যবস্থা করা হয়েছে। প্রশংসনীয় উদ্যোগ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরুর আগে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.