বাপন সাঁতরা, গোঘাট: সাংসদ তহবিলের ব্যয়ে বিডিও অফিসের ভেতরে সাইকেল স্ট্যান্ডের অবস্থা দেখে বিডিও অফিসের আধিকারিকদের ধমক দিলেন আরামবাগ সাংসদ মিতালী বাগ। 

Continues below advertisement

উদ্বোধনের আগেই দেওয়ালে ফাটল দেখা যায় সাংসদ তহবিলের টাকায় তৈরি সাইকেল স্ট্যান্ডের। পরিদর্শনে গিয়ে এমন দৃশ্য নজরে আসতেই সরকারি আধিকারিকদের প্রকাশ্যে ধমক আরামবাগ সাংসদ মিতালী বাগের।

কী বলেছেন তিনি?  

Continues below advertisement

মিতালী বাগ বলেন, 'এতদিন কি করছিলেন? ঘুমাচ্ছিলেন ? কেন আমাকে কৈফিয়ত দিতে হবে? কেন আমার কাছে ফোন যাবে, কেন আমাকে শুনবে হবে এমপি টাকা মেরে নিয়েছেন? কেন ফোনটা যাবে? উত্তর দিন। নতুন করে যে টাকার প্রকল্প আছে সেই টাকার প্রকল্প আপনি করবেন। কোনও পুরনো দেওয়ালের উপর করবেন না। আমি আর কোনও কথা বলব না।'

সরকারি আধিকারিকদের নির্দেশ দেন পুরাতন সাইকেল স্ট্যান্ড ভেঙে অবিলম্বে নতুন করে ওই প্রকল্পের কাজ করার। সরকারি দফতরের মধ্যেই এহেন দুর্নীতির অভিযোগ তুললেন খোদ তৃণমূল সাংসদ। আর এই ঘটনা নিয়ে শোরগোল পড়েছে গোঘাট ১ বিডিও অফিস চত্বরে।

জানাগেছে, গোঘাট ১ ব্লক অফিসের ভেতরে একটি সাইকেল স্ট্যান্ডের জন্য সাংসদ তহবিল থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ হয়। যার কাজ শুরু হয়েছে গত মার্চ মাসে এবং কাজ সম্পন্ন হয়েছে গত এপ্রিল মাসেই। সেই কাজের পরিদর্শনে গোঘাট ১ বিডিও অফিস চত্বরে যান আরামবাগ তৃণমূল সাংসদ মিতালী বাগ। আর পরিদর্শনে গিয়ে সাইকেল স্ট্যান্ডের অবস্থা দেখে বেজায় চটে যান মিতালী বাগ।

তিনি দেখতে পান, পুরাতন দেওয়ালের উপর রং করে করা হয়েছে সাইকেল স্ট্যান্ড। আবার সেই দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। আর তার পরেই বিডিও অফিসের আধিকারিকদের ডেকে প্রকাশ্যে ধমক দিতে শুরু করেন তিনি। ধমক দেওয়ার সাংসদকে বলতে শোনা যায়, কেন পুরাতন দেওয়াল ব্যবহার করা হবে? কেন তাঁকে শুনবে হবে এমপি টাকা মেরে নিয়েছেন? পুরাতন দেওয়াল ভেঙে নতুন করে কাজ করুন তাড়াতাড়ি, তার পর তিনি উদ্বোধন করবেন ওই সাইকেল স্ট্যান্ডের।

তবে দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ধমক দিতে শোনা গেলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি তৃণমূল সাংসদ মিতালী বাগ ধমক প্রসঙ্গ এড়িয়ে বলেন, শ্রমিক না পাওয়ায় দীর্ঘদিন ধরে থমকে ছিল কাজ। তবে দ্রুত করে দেওয়ার আশ্বাস পেয়েছেন তিনি। যদিও এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের অভিযোগ, এই সরকারের আমলে কোনো উন্নয়নই হয়নি। হয়েছে শুধু দুর্নীতি। 

যদিও গোঘাট ১ বিডিও জানান, পুরাতন কাজ, খতিয়ে দেখে যাতে দ্রুত করা যায় তার ব্যবস্থা গ্রহণ করবেন।