আবির দত্ত, কলকাতা: চতুর্থী থেকে টালা ব্রিজে বাস চলাচল। পুজোর আগে বাস চালু হওয়ায় খুশি উত্তরের বাসিন্দারা। ২২ সেপ্টেম্বর, ৮০০ মিটার লম্বা চার লেনের নতুন টালা ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। ২০২০-র ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে যায় টালা ব্রিজ। মেরামতির পর, ছাড়পত্র মিলতেই আড়াই বছর পর ফের চালু হয় যান চলাচল। টালা ব্রিজ খোলায় কমবে যানজটের ভোগান্তি। 


আজ থেকে টালা ব্রিজে (Tallah Bridge) শুরু হল যান চলাচল। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ডেপুটি মেয়র জানিয়েছেন, আগামী ২৯ সেপ্টেম্বর, চতুর্থীর দিন থেকে বাস চলাচল শুরু হবে টালা ব্রিজে। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে বাকি গাড়ির চলাচল। 


মহালয়ার আগেই যান চলাচল: মহালয়ার (Mahalaya) আগের দিনই চালু হয়ে গিয়েছিল টালা ব্রিজ। শনিবার থেকেই টালা ব্রিজে শুরু হয়েছে যান চলাচল। তবে আপাতত শুধুমাত্র ছোট গাড়িই চলবে। কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছিলেন, ২৯ সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থীর দিন থেকে শুরু হবে টালা ব্রিজে বাস চলাচল (Bus Services to be Resumed)। ভারী গাড়ি-সহ বাকি গাড়ি চলাচল শুরু হবে ৬ অক্টোবর থেকে। 


খুশি উত্তর কলকাতার বাসিন্দারা


প্রায় ২ বছর পর পুজোর আগে টালা ব্রিজ খুলে যাওয়ায় বরানগর থেকে বিটি রোড হয়ে শ্যামবাজারের দিকে আসতে সময় অনেক কম লাগবে।  গত বৃহস্পতিবার চার লেনের এই ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এ দিন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র নিজেই টালা ব্রিজ দিয়ে গাড়িতে যান।


নতুন টালা ব্রিজ


২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত হয়। ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ লেনের ৮০০ মিটার লম্বা নতুন টালা ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। এই সেতু ১২টি স্তম্ভের ওপর তৈরি। এর আগে টালা ব্রিজের ওপর একটি বাস স্ট্যান্ড ছিল। নতুন ব্রিজে তা সরিয়ে দেওয়া হয়েছে। 


নতুন টালা ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় রাজ্যের অর্থনৈতিক অবস্থার প্রসঙ্গ। তিনি বলেন, '১১ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগেও একাধিক ব্রিজ করেছিল, মা-৪৫০ কোটি, কামালগাজি - ১০০ কোটি, এই ভাবে অনেক টাকা খরচ। এর ফলে কলকাতায় যান চলাচলে গতি এসেছে।'


নতুন রূপে টালা ব্রিজ চালু হওয়ায়, অবশেষে যানজটের যন্ত্রণা থেকে রেহাই মিলবে বলে আশাবাদী নিত্যযাত্রীরা। পুজোর ঠিক আগে আগে, মহালয়া থেকে টালা ব্রিজে যান চলাচল শুরু হয়ে যাওয়ায় বাকি সমস্যা মিটে যাবে বলে মনে করছেন শহরবাসী।