পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সরকারি বাস (Government Bus) ও পিক আপ ভ্যানের (Pick Up Van) মুখোমুখি সংঘর্ষে জখম (Road Accident) অন্তত ১৫ জন যাত্রী। রবিবার সকালে বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড় থানার চাঁদুড়িয়া মোড়ে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কী জানা গেল?
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ সকালে বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল সরকারি বাসটি। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক ধরে যাবার পথে বেলিয়াতোড় থানার চাঁদুড়িয়া এলাকায় উলটো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেটির। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে বেলিয়াতোড় থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে উদ্ধার করা হয় যাত্রীদের। ঘটনায় জখম কমপক্ষে ১৫ জন যাত্রীকে নিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায় ওই রুটে। কী ভাবে ঘটল এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এই রাজ্যে সড়ক দুর্ঘটনার খবর নতুন নয়। আকছারই মর্মান্তিক ঘটনার কথা শোনা যায় বিভিন্ন জেলায়। এদিনই ভোরে যেমন নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে। ৩টি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। আহত হন বাইক চালক-সহ ২ জন। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সওয়া ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ৩টি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মিনিডোর ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। ২টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে।
আগেও দুর্ঘটনা...
চলতি মাসের পয়লা তারিখেই মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ছামুগ্রামের কাছে ছাই বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা-সহ ৩ স্কুটার আরোহীর। রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল ডাম্পার। উল্টোদিক থেকে আসা স্কুটারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ডাম্পার চালক পলাতক। একই দিনে দুর্ঘটনার কথা শোনা যায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায়।
আরও পড়ুন:শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম