কলকাতা: রবিবার মধ্যরাতে বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (VC) নিয়োগ করলেন রাজ্যপাল ( Governor CV Ananda Bose)। সূত্রের খবর,  
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় (Subhro Kamal Mukherjee)। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কারা ? একবার জেনে নেওয়া যাক। 


রাজ্যের বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এর মধ্যে রয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ প্রাণি ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়, দার্জিলিং বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। 


সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য রাজকুমার কোঠারি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়।উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য দেবব্রত বসু। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য তপন চন্দ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য গৌতম চক্রবর্তী। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য ইন্দ্রজিৎ লাহিড়ী। পশ্চিমবঙ্গ প্রাণি ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য শ্যামসুন্দর দানা।


শনিবার রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ অফিসার। উপাচার্যর নির্দেশেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম পরিচালিত হবে, শনিবার বিজ্ঞপ্তি জারি করে রাজভবন। রেজিস্ট্রার-সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা, উপাচার্যর নির্দেশ অনুযায়ী কাজ করবেন। উপাচার্যর সম্মতি ছাড়া, সরাসরি রাজ্য সরকারের কোনও নির্দেশ মানতে বা কার্যকর করতে তাঁরা বাধ্য নন। শনিবার বিজ্ঞপ্তি জারি রাজভবনের। এবার ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজভবনের।


প্রসঙ্গত, 'তৃণমূল কর্মচারী ইউনিয়নের দাপটে', রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati University) যেতে পারছেন না, সদ্য এই অভিযোগ এনেছিলেন উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় (VC)।  উল্লেখ্য, কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। মূলত তাঁকে রবীন্দ্রভারতীর অন্তর্বর্তী উপাচার্য পদে নিয়োগ করেছেন রাজ্যপাল। উপাচার্য বলেছেন, 'ভয় পাচ্ছি, বাড়ি থেকে কাজ করতে হচ্ছে। যেতে পারছি না বিশ্ববিদ্যালয়ে। তৃণমূলের স্লোগান দিতে দিতে অভব্য আচরণ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের। নাম বিকৃত করে কটূক্তি, আমার ঘৃণা করছে।'


আরও পড়ুন, আজ থেকে টানা ৩ দিন বেসরকারি বাস পরিষেবা বন্ধ এই এলাকায়


তিনি এবিপি-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'মিথ্যে কথা বলবো না, ভয় পেয়েছি। ৭ জুলাই অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে যোগদান করি। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। আমি ভেবেছিলাম যে, সমাজসেবামূলক একটা কাজ করবার সুযোগ পাওয়া গিয়েছে।  আমি তো চিরকাল উপচার্য হব না। কিন্তু কিছু করতে পারি, করব। কিন্তু ওখানকার পরিবেশ কিছুদিন পর থেকেও এতটা কলুষিত হয়েছে যে কাজ করা সম্ভব নয়। আমাদের কর্মচারী ইউনিয়ন যারা রয়েছেন, তাঁরা নিজেদের সরকারি কর্মচারী ইউনিয়ন, যেটা পশ্চিমবঙ্গ সরকার আছে, তার একটা অংশ বলে নিজেদের বিচার করেন। দুর্ভাগ্যজন ওরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী নন। এই বোধটাই ওদের নষ্ট হয়ে গিয়েছে।  '