কলকাতা: বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে 'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা রাজ্যপালের (Governor C V Anand Bose)। পশ্চিমবঙ্গ ও কেরলের পড়ুয়াদের জন্য 'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা সিভি আনন্দ বোসের। বিজ্ঞান ও প্রযুক্তিতে সেরা পড়ুয়াদের 'চন্দ্রযান পুরস্কার' বাবদ ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। 


'চন্দ্রযান পুরস্কার' ঘোষণা: হাতের মুঠোয় এসেছে চাঁদ। চাঁদের দক্ষিণ মেরুতে 'বিক্রম'ধ্বজা। আর এদিনই তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে নয়া পুরস্কার ঘোষণা করলেন সি ভি আনন্দ বোস। রাজভবনে তৈরি করা হবে বিজ্ঞান ও প্রযুক্তি সেল। চাঁদে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল। ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানিয়ে বিশেষ ঘোষণা রাজ্যপালের। 


চন্দ্রযান-২ পারেনি, পারেনি লুনা ২৫, করে দেখাল চন্দ্রযান-৩। গোটা বিশ্ব যা পারেনি, তাই করে দেখাল ইসরো। ২০১৯-এর ব্যর্থতা ঢেকে গেল ২০২৩-এর ২৩-এ। বুধ-সন্ধ্যার মাহেন্দ্রক্ষণে রুপোলি চাঁদ হাতে পেল ভারত। বুধবার সকাল থেকে দেশজুড়ে ছিল উন্মাদনা। ইসরোর বিজ্ঞানীদের নজর ছিল র‍্যাডারে। শেষমেশ, সব উদ্বেগ, উৎকণ্ঠা আর প্রতীক্ষার অবসান। ইসরো সূত্রে খবর, বুধবার সন্ধে ৬টা ৪-এ চাঁদের দক্ষিণ মেরুর কাছে মাটি স্পর্শ করেছে ল্যান্ডার বিক্রম।

একদিকে, চন্দ্রযান-২-এর ব্যর্থতা, তারপর শেষ মুহূর্তে রুশ লুনা টোয়েন্টি ফাইভের ভেঙে পড়া- জোড়া ঘটনায় রক্তচাপ এমনিতেই বেশি ছিল ইসরোর। শেষমেশ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদে সফট ল্যান্ডিং বা ‘পাখির পালকের মতো অবতরণ’ করল বিক্রম। চাঁদের বুকে ভারতের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে হল নতুন সূর্যোদয়। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে LVM3 রকেটের সাহায্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। এরপর একের পর এক কঠিন ধাপ সাফল্যের সঙ্গে পার করেছে সে। পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে যত দিন ছিল, তত দিন ধাপে ধাপে তার কক্ষপথ এবং গতি বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, চাঁদের ‘দেশে’ প্রক্রিয়াটি ছিল উল্টো। ধাপে ধাপে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর কক্ষপথে পৌঁছয় চন্দ্রযান। পাশাপাশি, ধীরে ধীরে গতি কমাতে হয় চন্দ্রযান-৩-এর। তারপর সেই সফট ল্যান্ডিং।  সব কঠিন চ্যালেঞ্জও সফলভাবে উতরে গেছে ইসরো। ভারতই একমাত্র দেশ, যে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফল অভিযান চালাল। আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফল ভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে এল ভারত।


আরও পড়ুন: Mamata Banerjee: পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা উচিত? সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী