আশাবুল হোসেন, কলকাতা: আগামী মঙ্গলবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সূত্রের খবর, রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বিরোধী দলগুলোর মতামত নিতে চান মমতা বন্দ্যোপাধ্য়ায়। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা।
সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী: পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা উচিত? নাম কী হবে? পশ্চিমবঙ্গ দিবস না বাংলা দিবস? রাজ্যের নিজস্ব সঙ্গীত কি থাকা উচিত? এসব বিষয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। ২৯ অগাস্ট আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টেয় নবান্ন সভাঘরে হবে সর্বদল বৈঠক। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। সম্প্রতি এনিয়ে একটি কমিটি গঠন করে দেন স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়। কমিটির সর্বশেষ বৈঠকে প্রস্তাব দেওয়া হয়-পয়লা বৈশাখ পালন করা যেতে পারে পশ্চিমবঙ্গ দিবস। অনেকেই মতামত দেন এই দিনটি বাংলা দিবস হিসেবে চিহ্নিত করা হোক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, 'বাংলার মাটি, বাংলার জল' গানটি রাজ্যের নিজস্ব সঙ্গীত হিসেবে প্রস্তাব করেন কমিটির সদস্যরা। সূত্রের খবর, এবিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত নিতে চান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর আপত্তি কার্যত অগ্রাহ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ২০ জুন, রাজভবনে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস পালন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা নিয়ে রাজ্যপালকে চিঠিও দেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছিলেন, "রাজভবনে একটি অনুষ্ঠানের আয়োজন, নাম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস। আপনার এই সিদ্ধান্তে আমি স্তম্ভিত, বিস্মিত এবং ভীষণভাবে আঘাত পেয়েছি। ১৯৪৭ সালে বঙ্গভঙ্গের পর প্রতিষ্ঠা নিয়ে আমরা কখনও কোনও উদযাপন অনুষ্ঠান করিনি। শুধুই জড়িয়ে রয়েছে দুঃখজনক স্মৃতির অধ্যায়। লক্ষ লক্ষ গৃহহীন মানুষ এপার থেকে ওপারে গেছে, ওপার থেকে এপারে এসেছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। ফলে এই দিনটাকে আলাদাভাবে উদ্ যাপন করার অর্থ দেশভাগের স্মৃতিকে আবার ফিরিয়ে আনা। এই ধরণের অনুষ্ঠানের আগে রাজ্য মন্ত্রিসভায় আলোচনা প্রয়োজন, সরকারকে জানানো দরকার, কিন্তু একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।''
এই পশ্চিমবঙ্গ দিবস তৃণমূল সরকার তীব্র বিরোধিতা করলেও, সম্প্রতি বিজেপিও পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। এই আবহেই এবার এনিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। ১৯৪৭ সালের ২০ জুন, অখণ্ড বাংলার প্রাদেশিক আইনসভার ভোটাভুটিতে বাংলাকে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গে ভাগের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। অতীতে বাংলায় এই দিনটি পালনের কোনও ইতিহাস না থাকলেও, এবছরই প্রথম রাজভবনে বেনজিরভাবে 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করা হয়।
আরও পড়ুন: Mizoram Bridge Collapse: মিজোরামে দুর্ঘটনায় মৃত্যু ২৪ জন পরিযায়ী শ্রমিকের, জানাল নবান্ন