রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : রাজ্য সরকার-রাজ্যপাল সংঘাতের আবহে নতুন অভিযোগ । রাজভবনের (Raj Bhavan) যে অংশে সি ভি আনন্দ বোস থাকেন, সেখানে নজরদারি করার অভিযোগ উঠল পুলিশের (Police) বিরুদ্ধে। রাজভবন সূত্রে খবর, ২ পুলিশের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় রাজ্য সরকারের কাছে জানানো হয়েছে নালিশ। কী উদ্দেশ্যে, রাজভবনের আবাসিক এলাকায় পুলিশ ? এখনও প্রতিক্রিয়া মেলেনি লালবাজারের (Lalbazar)।


এমনিতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথ অনুষ্ঠান, নবান্ন-রাজভবন একের পর এক সংঘাতের আবহ। যার মধ্যেই এবার রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকায় পুলিশি নজরদারির মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল ! যা ঘিরে বঙ্গ রাজনীতির আঙিনায় তৈরি হয়েছে নতুন জল্পনা । রাজভবন সূত্রে দাবি, বুধবার বিকেলে রাজভবনের যে অংশে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) থাকেন তার খুব কাছেই পুলিশের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। আবাসিক এলাকা ছেড়ে চলে যেতে বলার পরেও ২ পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘুরে ফিরে আসার অভিযোগ করা হয়েছে রাজভবনের তরফে।


রাজভবন সূত্রে খবর, ২ পুলিশ কর্মীর সন্দেহজনক ঘোরাঘুরি নিয়ে রাজ্য প্রশাসনকে (West Bengal Government) জানানো হয়েছে। যে এলাকায় পোস্টিং নয়, সেখানে কেন ঘোরাঘুরি করছিলেন ওই ২ পুলিশকর্মী ? তবে কি রাজ্যপালের ওপর নজরদারির চেষ্টা করা হচ্ছে ? ২ পুলিশ কর্মীকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক জবাব মেলেনি বলে রাজভবন সূত্রে দাবি। তবে রাজভবনের এই অভিযোগ সম্পর্কে লালবাজারের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।


প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য়-রাজ্য়পাল সংঘাতের আবহেই গত ৯ সেপ্টেম্বর নবান্ন ও রাজভবনে জোড়া চিঠি পাঠান রাজ্য়পাল। কয়েকদিন আগেই  চিঠি সাসপেন্সে মুখ খুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, মিস্ট্রি চিঠি হিস্ট্রি হয়ে গেছে। সাংবিধানিক সহকর্মীকে লেখা চিঠি গোপন থাকা উচিত। সংশ্লিষ্ট পক্ষের কেউ চাইলে সঠিক সময়ে এনিয়ে মুখ খুলবেন।                                                                                


আরও পড়ুন- দুর্গাপুজো উপলক্ষে এবার 'দুর্গা সম্মান' দেবেন রাজ্যপাল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial