কলকাতা: রাজ্য সরকারের পাল্টা এবার রাজ্যপালের 'দুর্গা সম্মান'। দুর্গাপুজো উপলক্ষে বিশেষ পুরস্কার চালু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার দুর্গাপুজো উপলক্ষে দুর্গা সম্মান দেবেন রাজ্যপাল। সারা ভারত থেকেই চাওয়া হল কৃতীদের নাম। সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য, সিনেমা, নাটকের মতো বিভিন্ন ক্ষেত্রে চাওয়া হচ্ছে কৃতীদের নাম। সামাজিক কাজকর্ম, চিকিৎসার মতো বিভিন্ন ক্ষেত্রেও নাম চাইল রাজভবন। তিনটি পর্যায়ে দুর্গা সম্মান দেওয়ার কথা ঘোষণা রাজভবনের । 'প্রথমটি দুর্গা ভারত পরম সম্মান, আর্থিক মূল্য এক লক্ষ টাকা। দুর্গা ভারত সম্মানের আর্থিক মূল্য ৫০ হাজার টাকা। দুর্গা ভারত পুরস্কারের আর্থিক মূল্য ২৫ হাজার টাকা'। রাজভবন সূত্রে খবর, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইমেল করে পাঠাতে হবে নাম। 


শিক্ষা, সাহিত্য, শিল্প, সামাজিক কাজকর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, গবেষণা, ক্রীড়া, পাবলিক অ্যাফেয়ার্স, সিভিস সার্ভিস, বাণিজ্য, চিকিৎসাসহ বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজভবন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃতীদের সম্মানিত করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গা ভারত পরম সম্মান, দুর্গা ভারত সম্মান ও দুর্গা ভারত পুরস্কার- এই তিন ধরনের সম্মানের ব্যবস্থা রাখা হবে।  পুরস্কারমূল্য হিসেবে দেওয়া হবে ১ লক্ষ টাকা, ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা। পুজোর সময়ে মণ্ডপসজ্জা, আলো, ঠাকুর বিভিন্ন ক্যাটাগরিতে এমন পুরস্কারের ব্যবস্থা করে থাকে রাজ্য সরকার। এবার সংঘাতের আবহেই মাঠে নামল রাজভবনও


মমতার অনুদান: উল্লেখ্য, ক্লাবগুলিকে দুর্গাপুজোয়় ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন আবেদন হল হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। নতুন আবেদন করার অনুমতি দিলেন দিলেন প্রধান বিচারপতি। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। বিগত বছরগুলিতে রাজ্য সরকার দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। এ বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে ৭০ হাজার করেছে রাজ্য সরকার। ফের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আগের জনস্বার্থ মামলার সঙ্গে এটি সংযুক্ত করার আবেদন জানান মামলাকারী। 


রাজ্য- রাজ্যপাল সংঘাত: কোথায় হবে ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ? বিধানসভা না রাজভবন? তা নিয়েও এবার সংঘাতে জড়াল রাজ্য় সরকার এবং রাজভবন। রাজ্য় সরকার লুকোচুরি খেলছে বলে দাবি করা হল রাজভবন সূত্রে। অন্য়দিকে বিধানসভায় শপথ চেয়ে রাজ্য়পালকে চিঠি দিলেন স্পিকার। 


ধূপগুড়ির তৃণমূল বিধায়ক হিসাবে নির্মলচন্দ্র রায় কবে শপথ নেবেন? এখনও কাটল না ধোঁয়াশা। পরিষদীয় মন্ত্রী এই ব্যাপারে রাজভবনের কাছে জানতে চেয়ে চিঠি দিয়েছিলেন। সূত্রের খবর, যাবতীয় বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যা জানানোর জানিয়েছেন বলে শোভনদেব চট্টোপাধ্যায়কে চিঠি দিয়েছেন রাজ্যপাল। এদিকে, বিষয়টিকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক চাপানউতোর।