কলকাতা: সংঘাতের আবহেই বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (VC) নিয়োগ করেন রাজ্যপাল (Governor)। আর এবার সেই উপাচার্য নিয়োগের ইস্যুতেই উসকাল বিতর্ক। কার্যতই তীব্র আক্রমণ করলেন এবার ব্রাত্য বসু (Bratya Basu)। উঠল বিরোধী জোট প্রসঙ্গও।
ব্রাত্য বসু এদিন স্পষ্ট বলেছেন, ' আচার্য অর্থাৎ রাজ্যপাল সংবিধান মানছেন না। বিশ্ববিদ্যালয়ের কোনও বিধি আচার্য লঙ্ঘন করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করছেন রাজ্যপাল। ইন্ডিয়া জোটকে এরা ভয় পাচ্ছে। এদের মনে হচ্ছে ইন্ডিয়া জোট বিপদে ফেলতে পারে।' মূলত শনিবার রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ অফিসার।
উপাচার্যর নির্দেশেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম পরিচালিত হবে, শনিবার বিজ্ঞপ্তি জারি করে রাজভবন। রেজিস্ট্রার-সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা, উপাচার্যর নির্দেশ অনুযায়ী কাজ করবেন। উপাচার্যর সম্মতি ছাড়া, সরাসরি রাজ্য সরকারের কোনও নির্দেশ মানতে বা কার্যকর করতে তাঁরা বাধ্য নন। শনিবার বিজ্ঞপ্তি জারি রাজভবনের। এবার ১৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজভবনের।
রাজ্যের বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এর মধ্যে রয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ প্রাণি ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়, দার্জিলিং বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়।
সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য রাজকুমার কোঠারি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়।উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য দেবব্রত বসু। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য তপন চন্দ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য গৌতম চক্রবর্তী। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য ইন্দ্রজিৎ লাহিড়ী। পশ্চিমবঙ্গ প্রাণি ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অন্তর্বর্তী উপাচার্য শ্যামসুন্দর দানা।
আরও পড়ুন, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অধ্যাপক, যাদবপুরের হুমকি-চিঠিতেও নাম জড়িয়েছিল তাঁর
প্রসঙ্গত, জুনের শুরুতেই উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-নবান্ন চরম চাপানউতোর গড়িয়ে যায় আদালতেও। রাজ্যপালের সিদ্ধান্তের পাল্টা জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেছিলেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। মামলায় পার্টি করা হয় আচার্য তথা রাজ্যপালকে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত কার্যত বেনজির জায়গায় পৌঁছে গিয়েছে।