সত্যজিৎ বৈদ্য, কলকাতা: সকালেই সব শেষ। মেয়েকে স্কুলে দিতে গিয়ে আর ফেরা হল না। সরকারি বাসের চাকায় পিষ্ট মা, সে চাকাই পিষে দিল থেকে যাওয়া বাবা-মেয়ের জীবনকেও। যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ডের কাছে মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় অন্ধকার ঘনিয়ে এল পরিবারে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছে মৃতের পরিবার।
স্কুলে যাওয়ার সময় এই ভয়ঙ্কর ঘটনায় এখনও সম্বিৎ ফিরে পায়নি একরত্তিও। মা নেই- এই খবর শিশুমনে ধরা দেয়নি। বরং 'মা কোথায়'? এই ডাকেই খুঁজে চলেছে তিন বছরের শিশুকন্যা। পরিবারের তরফে বলা হয়, 'আমরা এখন ছোট বাচ্চাটার কথাই ভেবে চলেছি। ও তো কিছু বুঝতে পারছে না। খুব ভয় পেয়ে আছে। মা কে খুঁজছে। কোথা মা কে পাচ্ছে না। ওঁর বাবার অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার আগে অবধি ঘটনা মনে থাকলেও পরের কিছু মনে পড়ছে না। জানি না কী হবে?'
এরপরই পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনে পরিবার। বলা হয়, ' পুলিশের কাছে যাচ্ছি বারবার। কিন্তু কেন জানি না ওঁরা কোনও সহযোহিতা করছে না। আমাদের পরিবারের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দয়া করে আমাদের এফআইআর নিক পুলিশ। আমাদের সিসিটিভি ভিডিও ফুটেজ দেওয়া হোক। কী হয়েছিল আমরাও দেখতে চাইছি। কেসের ডিউটি অফিসার আমাদের সঙ্গে কোনও কথাই বলছে না। একজন বলছে আমার কাজ নয়, আরেকজন অন্য কথা বলছেন। কী হচ্ছে এসব? কেন এরকম করছেন ওঁরা? নোংরা খেলা। বাচ্চাটিকে ৪ ঘণ্টা লেগেছে থানা থেকে ওঁকে নিয়ে যেতে। ওঁর মা মারা গিয়েছে। তারপরও এরকম কাজ? আমাদের সঙ্গে যা করছেন অন্য কারও সঙ্গে এমন করবেন না।'
ঠিক কী ঘটেছে?
বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক পড়ে প্রাণ গেল মায়ের। সাতসকালে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হন শিশুর বাবা। তাঁকে EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বছর তিনেকের শিশুকন্যা। সকাল সাড়ে ৬টা নাগাদ স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন সন্তোষপুরের বাসিন্দা বছর ২৮-এর দেবশ্রী মণ্ডল। এইট বি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে S-31 রুটের সরকারি বাস বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন মহিলা। শিশুর বাবা কলকাতা পুরসভার অস্থায়ী কর্মী, তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক সরকারি বাসের চালক পলাতক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে