উত্তরপ্রদেশ: প্রেমের টানেই নিয়ে নিলেন বড় এক সিদ্ধান্ত। নিজের মুসলিম ধর্ম পরিবর্তন করে হিন্দু হলেন এক যুবক। না, কোনও লাভ জেহাদের অভিযোগ নেই। বরং এ যেন উলটপালট। সাদ্দাম থেকে হয়ে গেলেন শিবশঙ্কর।       


হিন্দু প্রেমিকাকে বিয়ে করতে ধর্ম বদল করলেন মুসলিম ব্যক্তি। ঘটনাটি উত্তরপ্রদেশের নগর বাজারের। তাঁদের প্রেমের সম্পর্ক প্রায় ১০ বছরের। কোতোয়ালি থানার এসএইচও দেবেন্দ্র সিং জানিয়েছেন যে, ৩৪ বছর বয়সী এক মুসলিম ব্যক্তি তাঁর নিজের গ্রামেরই বান্ধবীকে বিয়ে করার জন্য হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।                   


যদিও এই ধর্ম বদলের পথে মোটেও সহজ ছিল না। ভিন ধর্মের কারণে তাঁদের বিয়ে সম্ভব হচ্ছিল না। তিন দিন আগেই সাদ্দামের প্রেমিকা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। সাদ্দাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওই মহিলা বিয়ের অজুহাতে ধর্ষণ, গর্ভপাত করতে বাধ্য করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ জানান।                          


এরপরই কাহানি মে ট্যুইস্ট!  রবিবার রাতে সাদ্দাম এবং তাঁর প্রেমিকা গ্রামেরই মন্দিরে হিন্দু রীতি মেনে বিয়ে সারেন। সাদ্দামও নাম বদলে হয়ে যান শিবশঙ্কর সোনি।                        


আরও পড়ুন, মহাকুম্ভে নজর কাড়লেন মোনালিসা! চোখ ফেরাতে পারছেন না পুরুষরা! কে এই মহিলা?


প্রেমিকার দাবি, ১০ বছর প্রেমের পর সাদ্দামকে বিয়ে করতে চাপ দিচ্ছল। কিন্তু, যেহেতু তারা দু'জনেই ভিন্ন ধর্মের ছিলেন, তাই বিয়ে সম্ভব হয়নি। সাদ্দামের পরিবার তাঁকে কোনও মতেই মানতে রাজি ছিল না। এতেই বিরক্ত হয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন।  তবে এবার সোনি দম্পতি জানিয়েছে, পুলিসের কাছে মামলা প্রত্যাহারের আবদেন করা হয়েছে।                    


এই বিয়ে নিয়ে কোনও সমস্যা থাকতে পারে না বলেই জানিয়েছে পুলিশ। দু'জনেই নিজের ইচ্ছেয় বিয়ে করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসএইচও দেবেন্দ্র সিং।                    



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে