সৌভিক মজুমদার, কলকাতা : নবম-দশমের পর গ্রুপ ডি ( Group D ) । চাকরি হারালেন ১ হাজার ৯১১ জন অযোগ্য় চাকরিপ্রার্থী ! শুক্রবারের মধ্যেই চাকরি বাতিল করা হবে বলে মন্তব্য় করেছিল হাইকোর্ট ( Calcutta High Court )। সেইমতোই আজ চাকরি বাতিল করা হল। গ্রুপ-ডি মামলায় ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশ পত্র প্রত্যাহারের নির্দেশ দিল হাইকোর্ট।
১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশ পত্র প্রত্যাহারের নির্দেশ
অবিলম্বে ১ হাজার ৯১১ জন চাকরি প্রাপকের সুপারিশ পত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করার জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Justice Abhijit Ganguly ) । শুক্রবার তিনি নির্দেশ দেন ১ হাজার ৯১১ জনকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআই-কে। ১ হাজার ৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করল কমিশন।
'৩ সপ্তাহের মধ্যে বাতিল হওয়া আড়াই হাজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে'
আগে বাতিল হয় ৬০৯ জনের চাকরি। মোট আড়াই হাজারের বেশি চাকরি বাতিল করল কমিশন। '৩ সপ্তাহের মধ্যে বাতিল হওয়া আড়াই হাজার পদে প্রসঙ্গত উল্লেখ্য আগে বাতিল হয় ৬০৯ জনের চাকরি। সব মিলিয়ে মোট আড়াই হাজারের বেশি চাকরি বাতিল করল কমিশন। '৩ সপ্তাহের মধ্যে বাতিল হওয়া আড়াই হাজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে' বলে নির্দেশ দেয় আদালত।
শুধু তাই নয়, 'ওএমআর বিকৃতি করে চাকরিপ্রাপকদের ফেরত দিতে হবে প্রাপ্ত বেতনের টাকাও, নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ৫ মিনিটের মধ্যে নিয়োগপত্র প্রত্যাহারের নির্দেশ আপলোড করার প্রক্রিয়া শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ।
উপকৃতও সমান 'দায়ী'
' যাঁরা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের দেওয়া সুযোগের সদ্ব্য়বহার করেননি, তাঁরাও দুর্নীতিতে সমানভাবে দায়ী। বিচারপতি গঙ্গোপাধ্যায়, অসদুপায়ে নিযুক্ত সবাইকে চাকরি ছেড়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন। OMR কেলেঙ্কারিতে জড়িতরা নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে, টাকাও যাবে, জেলেও যাবে। ' বুধবার, গ্রুপ ডি-র নিয়োগ দুর্নীতি মামলায় এমনই মন্তব্য় করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশপাশি, সিবিআই-এর উদ্দেশে তাঁর প্রশ্ন ছিল, যাঁরা OMR শিট বিকৃত করেছে, আর যাঁরা এর ফলে উপকৃত হয়েছে, দুজনেই কি সমানভাবে দায়ী নয়?
উল্লেখ্য, যাঁরা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন, তাঁদের গত বছরের ৭ই নভেম্বরের পদত্য়াগ করতে বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।