কলকাতা : ফ্ল্যাট থেকে টাকা-সোনা উদ্ধারের পর এবার GST নম্বর কারচুপির অভিযোগ উঠল অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বিরুদ্ধে। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, একটি GST নম্বর অর্পিতার নেল আর্ট পার্লারের ব্যবসার।
ইডি-র দাবি, আরেকটি GST নম্বরে এখনও পর্যন্ত কোনও ব্যবসার হদিস মেলেনি। আর এই GST নম্বর নিয়েই সন্দেহ ঘনীভূত হয়েছে। ওই GST নম্বর অর্পিতা কীভাবে পেলেন, তা এখনও স্পষ্ট নয়। রাজস্ব ফাঁকি দিতে GST নম্বর কারচুপি করা হয়েছে কিনা, খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি-র নজরে জিএসটি নম্বর-
অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্ল্যাট এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে যেসব নথি উদ্ধার হয়েছে , সেখানে থেকে আগেই একাধিক ভুয়ো কোম্পানির হদিস পেয়েছেন তদন্তকারীরা। এর পাশাপাশি একাধিক জিএসটি নম্বর নিয়েও ইডি-র নজরে অর্পিতা মুখোপাধ্যায়। দুটি জিসএসটি নম্বর আপাতত তাঁর প্যান কার্ড নম্বর খতিয়ে দেখে পাওয়া গেছে। তার মধ্যে একটি নেল আর্ট পার্লারের নামে। যার একটি শাখা রয়েছে ক্যামাক স্ট্রিটে, আর একটি রয়েছে দক্ষিণ কলকাতার দিকে। এর পাশাপাশি আরও একটি জিএসটি নম্বর পাওয়া গেছে, সেই জিএসটি নম্বরে অন্য কোনও ব্যবসার লিঙ্ক পাওয়া যায়নি।
আরও পড়ুন ; কোনদিন বলবেন যে আমি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না: কুণাল ঘোষ
প্রসঙ্গত, কোম্পানিপিছু জিএসটি নম্বর জেনারেট হয়। সেক্ষেত্রে এই যে জিএসটি নম্বর পাওয়া গেছে, তার মধ্যে একটি নেল আর্ট পার্লারের নামে ইস্যু হয়েছিল। কিন্তু, দ্বিতীয় যে জিএসটি নম্বরটি পাওয়া গেছে তার স্বপক্ষে কোনও ব্যবসার হদিস এখনও তদন্তকারীরা পাননি। ইডি সূত্রের খবর, সম্ভবত এরকম একাধিক জাল জিএসটি নম্বর ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনের জিএসটি বিভাগেরও সাহায্য নিতে পারেন ইডি কর্তারা।
এদিকে পার্থ-অর্পিতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮ কোটি টাকার হদিস মিলেছে। ইডি-র ফ্রিজ করা অ্যাকাউন্টে ৮ কোটির হদিস মিলেছে বলে সূত্রের খবর। ইডির আতসকাচে পার্থ-অর্পিতা সম্পর্কিত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট গুলি থেকে কোন উদ্দেশ্যে কত টাকা লেনদেন হত তা খতিয়ে দেখছে ইডি, খবর সূত্রের।