দোমহনি: উত্তরবঙ্গে পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেসের (Guwahati-Bikaner Express) ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি বহু হতাহতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই রেলের হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরটি (Railway Helpline numbers ) হল 03612731622, 03612731623. এছাড়াও একাধিক জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রাথমিক রিপোর্ট তৈরি করে যাত্রীদের চিহ্নিত করার কাজ চলছে। খবর বিকানের থেকে ট্রেনে উঠেছিলেন ৭০০ জন যাত্রী। 


 






 



 



  • হাওড়া হেল্পলাইন নম্বর



  1. 033- 26402241

  2. 2242,2243

  3. 26413660



  • মালদা স্টেশনের হেল্পলাইন নম্বর



  1. 72228 & 72229

  2. 03512-266000

  3. 03512-283444


1. Patna junction - 9341506016
2. Pt. Deen Dayal Upadhyaya Jn- 7388898100
3. Danapur  7759070004
4. Sonpur 9771429999


বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে যায় পাটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস । লাইনচ্যুত হয়ে উল্টে গেল বেশ কয়েকটি কামরা। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল। ঘটনা প্রসঙ্গে আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিংহ জানান, "একটি কোচ উল্টে গেছে, বাকি ৩টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানতে পারছি। হতাহতদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে মোট সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের দল পৌঁছে গেছে।"


এক নজরে ঘটনা প্রবাহ



  • সকাল ৫.৪৫-এ পাটনা থেকে রওনা দেয় বিকানের এক্সপ্রেস

  • সকাল ৯: বারাউনি পৌঁছয় বিকানের এক্সপ্রেস 

  • বেলা ১২: কাটিহার পৌঁছল বিকানের এক্সপ্রেস

  • বিকেল ৪: জলপাইগুড়ি পৌঁছয় বিকানের এক্সপ্রেস

  • বিকেল ৫টা: বেলাইন ১৫৬৩৩ আপ বিকানের এক্সপ্রেস 


 



উল্লেখ্য, ট্রেন দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, জানালেন জলপাইগুড়ির জেলাশাসক। ১৬ জন হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে ১৫ জন আশঙ্কাজনক। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে যায় পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস।  বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। লাইনচ্যুত হয়ে উল্টে গেল বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নেন প্রধানমন্ত্রী। আইজি উত্তরবঙ্গকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর। বিকানের ট্রেনে ছিলেন ৭০০-রও বেশি যাত্রী
ট্র্যাকের সমস্যাতেই ভয়াবহ দুর্ঘটনা বলে অনুমান।