সমীরণ পাল, ব্যারাকপুর: এবার ব্যারাকপুর (Barrackpore) পুর অঞ্চলে র্যাপিড টেস্টের (Rapid Test) সিদ্ধান্ত নিল প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, রাস্তায় মাস্ক না পরে বেরোলে পুরসভার অস্থায়ী কিয়স্ক নিয়ে গিয়ে তাঁদের টেস্ট করা হবে। পজিটিভ হলে পুরসভার সেফ হোমে পাঠানো হবে সংশ্লিষ্টদের।
আজ ব্যারাকপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সহ বেশ কয়েকজন বিধায়ক এবং পুর প্রশাসককে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আটটি পুর এলাকায় সোম ও বৃহস্পতিবার বাজার দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই দিন পুরসভার পক্ষ থেকে প্রতিটি বাজারকে জীবাণুমুক্ত করা হবে।
রাজ্যের দৈনিক সংক্রমণে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) নাম। ব্যারাকপুর পুর (Barrackpur Municipality) এলাকাতেও বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগী হল পুরসভা। ব্যারাকপুর পুর এলাকায় করোনা আক্রান্তদের জন্য হেল্পলাইন নম্বর চালু করলেন ব্যারাকপুর পুরসভার উপ পুর প্রশাসক শুভ্র কান্তি বন্দ্যোপাধ্যায়। কেন এই হেল্পলাইন নম্বর? ব্যারাকপুর পুরসভার (Barrackpur Municipality) উপ পুর প্রশাসক শুভ্র কান্তি বন্দ্যোপাধ্যায় জানান, পুর এলাকায় যাঁরা করোনা আক্রান্ত তাঁদের প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার থেকে ওষুধ কিংবা কাঁচা সবজি সমস্ত পরিষেবায় দেওয়া হবে সম্পূর্ণ নিখরচায়। এই হেল্পলাইন পরিষেবার নাম দেওয়া হয়েছে পাশে আছি। 8276917277 হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের প্রয়োজনের কথা জানাতে পারবেন পুর নাগরিকরা।
অন্যদিকে, করোনার থাবা এবার ব্যারাকপুর কমিশনারেটে। কমিশনারেটে মোট করোনা আক্রান্ত ১৪৩ জন। সংক্রমিত ২ যুগ্ম সিপি অজয় ঠাকুর ও ধ্রুবজ্যোতি দে। সংক্রমিত ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থ। করোনা আক্রান্ত হয়েছেন কমিশনারেটের এক এসিপি-ও। আক্রান্তদের মধ্যে আছেন ৭ জন আইসি।
আরও পড়ুন: WB Municipal Elections: পুরভোট পিছোনোর ক্ষমতা কার, পরস্পরের ঘাড়ে দায় ঠেলছে রাজ্য-কমিশন