কলকাতা: প্রয়াত সাধন পাণ্ডে। ট্যুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। লিখেছেন, ‘আমাদের সিনিয়র সহকর্মী, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল। এই ক্ষতিতে গভীরভাবে ব্যথিত। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা। 


[tw]






দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande Died)। সামলেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর। উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক সাধন পাণ্ডে। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন সাধন পাণ্ডে। 


দলীয় সূত্রে খবর, মুম্বই থেকে আজই নিয়ে আসা হচ্ছে সাধন পাণ্ডের মরদেহ। রাতে সাধন পাণ্ডের মৃতদেহ রাখা থাকবে পিস হাভেনে। আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধন পাণ্ডের একটি ছবিও শেয়ার করেছেন সায়ন দেব চট্টোপাধ্যায়।


 






উল্লেখ্য, মমতার শোকবার্তার পরেই শোকবার্তা জানাতে শুরু করেন বাংলার রাজনীতিকরা। বাদ যাননি শুভেন্দুও। রাজনীতিতে রাস্তা আলাদা হয়ে গিয়েছে। আলগা হয়ে গিয়েছে সম্পর্কের সুতোও। কিন্তু মৃত্যুতে মুছে যায় সমস্ত বিভেদ। সেই ধারা বজায় রেখেই রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণে (Sadhan Pande Demise) শোকপ্রকাশ করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adkhikari)।


রবিবার সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সাধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) সে কথা ঘোষণা করেন টুইটারে। 


এ দিন টুইটারে শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডেজির প্রয়াণে মর্মাহত। ওঁর শোকগ্রস্ত পরিবার. বন্ধু-বান্ধব এবং অনুগামীদের সমবেদনা জানাই। ওঁর বিদেহী আত্মার শান্তিকামনা করি। ওম শান্তি।”