বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের বিতর্কে সরকারি উদ্যোগে শুরু হওয়া হলদিয়া মেলা (Hldia)। নামিদামি শিল্পী না থাকায় ভিড় হচ্ছে না মেলায়। নেই বিক্রিবাটা। ফলে চরম সমস্যায় পড়েছেন স্টল মালিকরা। মেলার গেট আটকে বিক্ষোভও দেখান তারা। হলদিয়া উন্নয়ন পর্ষদের সমাধানের আশ্বাসের পর ফের স্টল খোলেন দোকানদাররা। 


নেই নামী শিল্পী, যার জেরে মেলায় লোক আসছে হাতে গোণা। হচ্ছে না বিক্রিবাটাও। প্রতিবাদে মেলার গেট আটকে বিক্ষোভ দেখালেন স্টলের মালিকরা। ফের হলদিয়া মেলাকে কেন্দ্র করে বিতর্ক। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে শুক্রবার থেকে সংহতি ময়দানে শুরু হয়েছে হলদিয়া মেলা ।


আগের বছরগুলিতে মেলায় জনসমাগম ছিল চোখ পড়ার মতো। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন নামী শিল্পীরা । কিন্তু, এবছরের ছবিটা একটু আলাদা । অভিযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠানে নেই নামী শিল্পীরা। ফলে মেলায় লোকজন হচ্ছে অনেক কম। দোকানদারদের অভিযোগ, রাতে সময়ের আগেই বন্ধ হয়ে যাচ্ছে মেলা। ফলে মার খাচ্ছে ব্যবসা । 


স্টল মালিক শ্রীপতি জানার কথায়, বিপুল টাকা দিয়ে মেলার মাঠে ভাড়া। মেলায় আগত স্টলের কর্মীদের খাওয়ানোর পয়সা উঠছে না। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, রাতে নামী শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করাতে হবে। মেলার সময়সীমা বাড়াতে হবে। দাবি না মানলে মেলা বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 


স্টল মালিক অমল মালের কথায়, মেলায় রাত্রিকালীন অনুষ্ঠানের সময়সীমা বাড়াতে হবে হলদিয়াতে পর্যাপ্ত মাইক প্রচার করতে হবে। মেলা কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা গ্রহন না করে, মেলায় আগত স্টলমালিকরা স্টল বন্ধ রেখে মেলা বয়কট করার সিদ্ধান্ত নেবে।


ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হলদিয়া উন্নয়ন পর্ষদের তৃণমূল নেতা ও চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলছেন, সমস্যা হয়েছিল। মিটে গেছে। রাত দশটার রাখা যাবে আদালতের নির্দেশ। বিরোধীরা তো বলবেই। 


এর আগে মেলার উদ্বোধনে জেলার সমস্ত বিধায়ক, রাজ্য় স্তরের তৃণমূল নেতাদের আমন্ত্রণ জানানো হলেও, ডাকা হয়নি হলদিয়ার সাংসদ ও বিজেপি বিধায়ককে। এনিয়ে উদ্বোধনের আগেই আমন্ত্রণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। আর এবার হলদিয়া মেলা নিয়ে নতুন বিতর্ক।


আরও পড়ুন: Earthquake : কলকাতায় ভূমিকম্পের আশঙ্কা কতটা? আশেপাশের কম্পনেই বা কতটা ক্ষতি হতে পারে?