কলকাতা: আজ রাজ্যে নজিরবিহীন হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। হনুমান জয়ন্তীতে পুলিশে আস্থা নেই হাইকোর্টের (High Court)। তাই কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), ব্যারাকপুরে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হয়েছে। রামনবমীর (Ramnavami) মিছিল নিয়ে অশান্ত হয়েছিল  যে হাওড়া, সেখানে ড্রোনের মাধ্যমে  নজরদারি চালানো হয়। আদালতের নিয়ম মেনে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারিও করা হয়েছে। 


হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি সেকশনে ৮ জন করে CRPF জওয়ান রয়েছেন। পোস্তা থানা এলাকায় ২ সেকশন, চারু মার্কেট, হেস্টিংস, একবালপুর, গার্ডেনরিচ, জোড়াবাগান ও আমর্হাস্ট থানা এলাকায় ১ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 


হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আজ সারাদিন ধরেই কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে চলবে আধা সেনার রুট মার্চ। গোটা নিরাপত্তা ব্যবস্থা দেখভালের দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসাররা।                                                                                              


আরও পড়ুন, কাজের চাপে গাছেরাও কাঁদে! বৃক্ষের আর্তনাদ রেকর্ড করলেন বিজ্ঞানীরা


অন্যদিকে, হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার ধারে ব্যারিকেড দেওয়ার পাশাপাশি নিরাপত্তা দেখভাল করতে উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 


এছাড়াও, বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে র‍্যাফ। আকাশ পথেও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। সকালে ঘুসুড়ি থেকে হনুমান জয়ন্তীর মিছিল জিটি রোড ধরে সালকিয়া পৌঁছয়। সেখান থেকে বাঁধাঘাট, হাওড়া ব্রিজ হয়ে কলকাতার বড়বাজারে যাবে এই শোভাযাত্রা। 



লিলুয়া থেকেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হনুমান ভক্তমণ্ডলীর উদ্যোগে এই মিছিল সালকিয়া, গোলাবাড়ি, হাওড়া ব্রিজ হয়ে কলকাতায় গিয়ে শেষ হবে। নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন লিলুয়া, বেলুড়, বালি, মালিপাঁচঘড়া ও নিশ্চিন্দা থানার পুলিশ আধিকারিকরা।