কলকাতা : শনিবার রাজ্যের একাধিক জেলায় পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। সকাল থেকে হনুমান জয়ন্তী পালন করতে পথে নেমেছে তৃণমূল, বিজেপি দু'পক্ষই। রেড রোডে হনুমান জয়ন্তীর কর্মসূচি পালন করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু সারা শহরে ও জেলা জেলায় পালিত হল হনুমান জয়ন্তী, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে।
সুকান্তর হনুমান জয়ন্তী পালন
প্রতিবারের মতোই এবারেও একাধিক জেলায় মিছিল শোভাযাত্রা বের করছে বিজেপি। হনুমান জয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। দিনভর রাজ্যের নানা প্রান্তের মিছিল শোভাযাত্রায় অংশ নেবেন তাঁরা।
গেরুয়া পতাকা বিতরণ সুকান্তর
সকাল সকাল বিজেপির যুব মোর্চার কর্মীদের সঙ্গে হনুমান জয়ন্তী পালন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিনের শুরুতে নিউটাউনে নিজের বাড়িতে গেরুয়া পতাকা উত্তোলন করেন তিনি। সেখান থেকে উত্তর ২৪ পরগনার পানিহাটির হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন সুকান্ত মজুমদার। মন্দির সংলগ্ন এলাকায় গেরুয়া পতাকা বিতরণ করতে দেখা যায় তাঁকে। বিভিন্ন যানে বেঁধে দেন গেরুয়া পতাকা। এরপর ধর্মতলায় এসে গেরুয়া পতাকা বিতরণ করেন বিজেপির রাজ্য সভাপতি। প্রসঙ্গত হালফিলে একটি ভিডিও ভাইরাল হয়। বিজেপির অভিযোগ , এক বাসচালককে গেরুয়া পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয়, আর তার পাশে চলে বিকট উল্লাস !
তৃণমূলের হনুমান জয়ন্তী পালন
হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হনুমান জয়ন্তীতে উপলক্ষে উত্তর হাওড়ায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। হাতে গদা নিয়ে শোভাযাত্রায় সামিল হন তিনি। হাঁটতে হাঁটতে হনুমান চাল্লিশা পাঠ করেন বিধায়ক। শোভাযাত্রায় হনুমানের বড় মূর্তি ছাড়াও ছিলেন সুসজ্জিত শিল্পীরা। অন্যদিকে শিলিগুড়িতে জাঁকজমকের সঙ্গে হনুমান জয়ন্তী পালন করে তৃণমূল। হিলকার্ট রোডে অবস্থিত মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিলেন মেয়র গৌতম দেব। পুজোর পরে সকলের মঙ্গল কামনায় যজ্ঞও করেন তিনি। হনুমান মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।প্রতিবছর হনুমান জয়ন্তীতে এই মন্দিরে পুজো দেন বলে জানিয়েছেন মেয়র।
সন্ধেবেলা উত্তর হাওড়ায় একটি হিন্দু সংগঠনের উদ্যোগে হনুমান জয়ন্তী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।