ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্য়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে কলকাতা। শুক্রবার রেড রোডে আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। রেড রোডকে ১৭টি জোন ও ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। রেড রোডে থাকবেন ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। 


৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্য়ে কড়া নিরাপত্তা কলকাতায়


আজ প্রজাতন্ত্র দিবস।নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে।প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে রেড রোড।রেড রোডে ২ হাজার ৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে।রেড রোডকে ১৭টি জোন ও ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে।রেড রোডের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল।রেড রোডে কর্তব্যরত থাকবেন ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্য়াসিস্য়ান্ট কমিশনার পদ মর্যাদার আধিকারিক।তাঁদের অধীনে থাকবেন অ্য়াসিস্য়ান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল সহ অন্য়ান্য় পুলিশ কর্মী। 


শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে নজরদারি


নিরাপত্তা জোরদার করতে রাস্তায় থাকবে ৩টি কুইক রেসপন্স টিম,৮টি এইচআরএফএস ভ্য়ান, ১২টি প্য়াট্রোলিং মোটরবাইক,জলপথেও চলবে নজরদারি।জলপথে টহলদারি করবে ৭টি রিভার প্য়াট্রোলিং টিম।নজরদারির জন্য় ১০টি বাঙ্কার ও ১০টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। সম্প্রতি যাদুঘরে বোমা বিস্ফোরণের হুমকি ই-মেল এসেছে। তার জেরে এ বছর নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হয়েছে। বুধবার থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, প্রতিটি শপিং মল, হোটেল, পার্ক-সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে নজরদারি। 


আরও পড়ুন, আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস, কড়া নিরাপত্তা কলকাতা-সহ সারা দেশে


অপরদিকে, ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। রাজধানীজুড়ে মোতায়েন করা হয়েছে ৭০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র প্যারেডের রুট এবং তার লাগোয়া এলাকাতেই ১৪ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। বিশেষভাবে নজরদারির জন্য বসানো হয়েছে এক হাজার সিসিটিভি ক্যামেরা। ২৬ জানুয়ারির অনুষ্ঠানের জন্য আগে থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল দিল্লিকে। ২৫ জানুয়ারি রাত ১০টা থেকেই দিল্লির সীমানা সিল করা হয়েছে। ভারী যানবাহন, হালকা মাল পরিবহনের গাড়ি চলাচলে লাগাম টানা হয়েছে। আধুনিক সরঞ্জাম ব্যবহার করে যেমন নজরদারি চলেছে, তেমনই পুলিশকর্মী নামিয়ে নজরদারিও চলছে।ANI-কে দেওয়া সাক্ষাৎকারে  দিল্লির স্পেশাল কমিশনার অফ পুলিশ (আইন ও শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক জানিয়েছেন যে,' বিভিন্নরকম ঝুঁকির কথা মাথায় রেখেই নানা রকম ভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। '