Republic Day 2024 LIVE Updates: কলকাতা-সহ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস

Republic Day 2024: আজ স্বাধীন ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে উত্তেজনার পরিবেশ। নয়াদিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজের আয়োজন। সঙ্গে দেশের নানা প্রান্তেই চলল উদযাপন।

ABP Ananda Last Updated: 26 Jan 2024 03:07 PM

প্রেক্ষাপট

আজ ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। রীতি মেনেই দিল্লির কর্তব্যপথে আয়োজিত হবে কুচকাওয়াজের। শুরু হয়ে গিয়েছে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) মহড়া। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য প্রস্তুতি শহরেও। কলকাতার...More

Republic Day 2024 : রাজভবনে অনুষ্ঠিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস

রাজভবনে অনুষ্ঠিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন রাজ্যপাল। শিলিগুড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরিচে সমারোহে উদযাপিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মেট্রো রেলের তরফেও আয়োজিত হয়েছিল অনুষ্ঠান। পূর্ব রেলের পক্ষ থেকে ৭৫তম প্রজাতন্ত্র দিবস সমারোহের সঙ্গে উদযাপিত হল বেহালার জেমস লং সরণির রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্সে। জাতীয় পতাকা উত্তোলন করন পূর্ব রেলের জেনারেল মে্যানেজার মিলান্দ কে দেউসকর। পার্ক স্ট্রিটে মেট্রো রেল ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। জাতীয় সঙ্গীতের পর কুচকাওয়াজ হয়। সিজিও কমপ্লেক্সেও প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠিত হয়। মুদিয়ালি ক্লাবের তরফেও ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়।