কলকাতা: তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটের জেরে ফের বিক্ষোভ, পথ অবরোধ হরিদেবপুরে। মঙ্গলবার রাতে, দীর্ঘক্ষণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। দ্রুত সমস্যার সমাধানের দাবিতে, মঙ্গলবার মধ্যরাতে হরিদেবপুরে মহাত্মা গান্ধী রোড অবরোধ করেন এলাকার বাসিন্দারা। প্রায় ৪৫ মিনিট মহাত্মা গান্ধী রোড অবরোধ করে রাখা হয়। পরে হরিদেবপুর থানার পুলিশ এসে রাত দুটো নাগাদ অবরোধ তুলে দেয়। পুলিশ ও CESC কর্মীদের ঘিরেও বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরে এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। ঘটনায় একজনকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ। এর আগেও একাধিক জায়গায় বিদ্য়ুৎ বিভ্রাটের অভিযোগ উঠেছে। দফায় দফায় বিক্ষোভও দেখিয়েছেন স্থানীয়রা।
বিদ্যুৎহীন হরিদেবপুর: মঙ্গলবার একই ছবি দেখা গেল হরিদেবপুরেও। স্থানীয়দের দাবি, সোমবার রাত ১২টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে মহাত্মা গান্ধী রোডের বিস্তীর্ণ এলাকা। প্রতিবাদে হরিদেবপুর পোস্ট অফিসের সামনে মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী। তাঁর আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয়দের দাবি, জেনারেটর পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। লোডশেডিং ভোগান্তির মধ্য়েই মঙ্গলবার, CESC-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্য়ুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
একE গরমে রক্ষে নেই, লোডসেডিং দোসর: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বাংলার। এরইমধ্য়ে কলকাতার বিভিন্ন প্রান্তে দফায় দফায় লোডশেডিং। রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। এই পরিস্থিতিতে, CESC-র সঙ্গে মিটিং করলেন বিদ্য়ুৎমন্ত্রী। কন্ট্রোলরুম চালু করল WBSEDCL. CESE-র তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিদ্যুতের চাহিদা বেড়ে হয়েছে ২ হাজার ৫০৩ মেগাওয়াট। যা সর্বকালীন রেকর্ড।
বেলেঘাটায় বিদ্য়ুৎ-ভোগান্তি, বিদ্য়ুৎহীন হরিদেবপুর: বেলেঘাটা থেকে হরিদেবপুর। যোধপুর পার্ক থেকে পূর্বাচল। জ্বালাপোড়া গরমের মধ্য়ে কলকাতার বিভিন্ন অংশে লোডশেডিং। ফ্য়ান ছাড়া যেখানে এক সেকেন্ডও থাকা যাচ্ছে না, সেখানে শহরের বিভিন্ন এলাকায় গত ৩-৪ দিন ধরে শুরু হয়েছে চরম বিদ্য়ুৎ ভোগান্তি।
রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। যেমন, বেলেঘাটার গান্ধীপাড়া, আলোছায়া মোড়, জয়শ্রী সহ একটা বিস্তীর্ণ এলাকা। শনিবার থেকে এখানে দফায় দফায় চলছে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্য়ে দিনের একটা বড় সময় কারেন্ট থাকছে না। সারারাতও প্রায় একই অবস্থা। এই অবস্থায় চরম সমস্য়ায় দিন কাটছে এই এলাকার বাসিন্দাদের।
একে লোডশেডিং। তার ওপর আবার রবিবার সকালে একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। ফলে, দুর্ভোগ চরমে ওঠে। একটা জেনারেটর এনে অবস্থার সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এ দিকে, লোডশেডিংয়ে হয়রানি-ভোগান্তির জেরে, মঙ্গলবার সকালে বেলেঘাটার আলোছায়া-মোড়ের কাছে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।