অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পরিত্যক্ত পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসছে পেট্রোল-ডিজেল। হাজরা মোড়ের কাছে পরিত্যক্ত পেট্রোল পাম্প ঘিরে বিপদের আশঙ্কা। পুরসভার সঙ্গে মামলার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল পেট্রোল পাম্প। গত সপ্তাহে প্রবল বৃষ্টির পর গন্ধ পেয়ে পেট্রোল বেরিয়ে আসছে বুঝতে পারেন স্থানীয় বাসিন্দারা।
বিপদ এড়াতে পুরসভার নির্দেশে পেট্রোল পাম্পটি ঘিরে দিয়েছিল পুলিশ। আজ পরিত্যক্ত পাম্প থেকে জল মিশ্রিত পেট্রোল-ডিজেলে তোলা হচ্ছে। পুরসভার তরফে কাজের বরাত দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে।
কী ঘটেছে?
হাজরা মোড়ের কাছে একটি জঞ্জাল ফেলার জায়গা থেকে হঠাৎই পেট্রোলের গন্ধ বেরতে শুরু করে। এরপর দেখা যায় ২০০৩ সালে ওই জায়গায় একটি পেট্রোল পাম্প ছিল। কিন্তু কলকাতা পুরসভার সঙ্গে আইনি লড়াই হয়। তারপর থেকেই সেটিকে বন্ধ করে দেওয়া হয়। এটি বর্তমানে কলকাতা পুরসভার সম্পত্তি। এও জানা গিয়েছে, ওই পেট্রোল পাম্পটি বন্ধ হওয়ার আগে তাঁদের পেট্রোল ট্যাঙ্কার ভর্তি করা হয়েছিল। কোনও কারণে সেখানে ধাক্কা লাগে এবং পেট্রোল-ডিজেল বেরিয়ে আসতে শুরু করে। সেগুলি এলাকায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন, 'রেলে একটু বাজেট বৃদ্ধি করুন', ট্রেনে চড়ে চরম উষ্মা প্রকাশ বিদেশিনীর! কটাক্ষ ছুড়লেন নেটিজেনরা
স্থানীয় এক বাসিন্দাদের কথায়, 'হঠাৎই দেখি এলাকায় পেট্রোলের গন্ধ। সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। খবর দেওয়া হয় পুরসভায়। সঙ্গে সঙ্গে পুরসভা থেকে লোকজন আসে। দমকলও আসে। পুলিশও আসে। সেই সময় ব্যারিকেড করে পুলিশ পিকেটিংও করে দেওয়া হয় ওই এলাকায়। এখনও কাজ চলছে।'
তবে এখনও আতঙ্ক কাটছে না এলাকায়। সকলের মনে ভয় কোনও কারণে যদি আগুনের ফুলকি এসে পড়ত মুহূর্তে ভয়ঙ্কর বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হতে পারে গোটা এলাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে