সৌভিক মজুমদার, কলকাতা: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠির হদিশ। যা নিয়ে এবার সিবিআইকে (CBI) অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, ওই চিঠিতে পাহাড়ের স্কুল শিক্ষক এবং পুরসভায় বেআইনি কর্মী নিয়োগের অভিযোগ করা হয়েছে। গোটা দুর্নীতির পিছনে রাজ্যের একাধিক মন্ত্রী এবং শাসন দলের প্রভাবশালী নেতাদের নাম করে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে।
রহস্যজনক চিঠির তদন্তে CBI: এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসু যা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন সিআইডিকে। কিন্তু স্কুল শিক্ষা দফতর এ ব্যাপারে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানাতে গেলেও থানার আইসি এফআইআcbর না করেনি বলে অভিযোগ ওঠে। এদিন ওই পুলিশ অফিসারকে তলব করে হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে সিবিআই ওই চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট দিতে। থানার আইসি কে, হলফনামা দিয়ে জানাতে হবে কেন, তিনি অভিযোগ পাওয়ার পরেও এফ আই আর করেননি।
এর পাশাপাশি, বিচারপতি বিশ্বজিৎ বসু GTA-কে নির্দেশ দেন, প্রায় ৭০০ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগের সত্যতা কতখানি? তাঁদের যোগ্যতা কী? কীভাবে তাঁদেরকে নিয়োগ করা হয়েছিল? তার নথি জমা দিতে হবে আদালতে। কয়েকমাস আগে, আদালতে একটি চিঠি জমা দিয়ে সিআইডি দাবি করে, তারা সেই বেনামি চিঠি পেয়েছিল। যে চিঠিতে রয়েছে একাধিক তৃণমূল নেতার নাম। এই চিঠির প্রেক্ষিতেই এবার সিবিআইকে সত্যানুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জিটিএ-র বিরুদ্ধে টেট কেলেঙ্কারির অভিযোগ তুলে, এর আগে সিবিআইকে চিঠি দিয়েছিলেন দার্জিলিঙের বিদায়ী সাংসদ রাজু বিস্ত।
এদিকে প্রাথমিকে ২০১৪-র টেট পুরো বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার। প্রাথমিক টেটে প্রায় ৫৯ হাজার ৫০০ চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে এদিন হাইকোর্ট বলে, '২০১৪-র টেট থেকে ২০১৬, ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়া। আসল ওএমআর সনাক্ত করতে না পারলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হবে আদালত।' ডিজিটাল ফুটপ্রিন্ট সিবিআইকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, 'ওএমআর শিটের আসল ডেটা খুঁজে বের করতে হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Primary TET: প্রাথমিকে ২০১৪-র টেট পুরো বাতিলের হুঁশিয়ারি, কী বলল হাইকোর্ট?