করুণাময় সিংহ ও মুন্না আগরওয়াল, মালদা: বালুরঘাটের (Balurghat) নিখোঁজ প্রাক্তন কাউন্সিলর দেবজিৎ রুদ্রর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। মালদার (Malda) গাজোলের রেললাইনের ধারে মিলল দেহ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে। 


প্রাক্তন কাউন্সিলরের দেহ উদ্ধারে চাঞ্চল্য: গতকাল সকাল থেকে নিখোঁজ ছিলেন দেবজিৎ। পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ সূত্রে খবর মেলে, এদিন গাজোলে সৈয়দপুর এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির দ্বিখণ্ডিত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এই দেহ দেবজিৎ রুদ্র নামে এক ব্যক্তির। যিনি বালুরঘাট পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর। ৫৯ বছর বয়সী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এলাকায় বাপি নামে পরিচিত। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে প্রাক্তন কাউন্সিলরকে। যদিও কে বা কারা খুন করেছে তা নিয়ে কোনও অনুমানের বিষয় পরিবারের তরফে এখনও পুলিশকে জানানো হয়নি। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সহ-সভাপতি সুভাষ চাকি জানান, বেশ কিছুদিন থেকেই দেবজিৎ রুদ্র তাঁর শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যদিও কী কারণে মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 


যুবকের মৃত্যুতে টানাপোড়েন: এর আগে পুরাতন মালদার সাহাপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ ওঠে। গত ১ এপ্রিল বাড়ির সামনে রাস্তা থেকে উদ্ধার হয় বছর তিরিশের তাপস দাসের ক্ষতবিক্ষত দেহ। খুনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক দড়ি টানাটানিও। মালদা উত্তরের বিজেপি প্রার্থী মৃতকে তাঁদের দলীয় সমর্থক বলে দাবি করেছে। অন্য়দিকে, মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ দাবি করেন, মৃত যুবক তাঁদের দলের সক্রিয় কর্মী ছিলেন। এখানেই শেষ যুবককে খুনের প্রতিবাদে মালদা-নালাগোলা রাজ্য সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করেন স্থানীয়রা। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঘটনার দিন সকালে তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর, বাড়ির সামনেই রাস্তা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে মালদা থানার পুলিশ অনুমান করে, পুরনো বিবাদের জেরেই খুন করা হয়েছিল ওই যুবককে।। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Narendra Modi: 'টাকা গরিবদের ফেরাতে আইনি পরামর্শ নিচ্ছি' ফের আশ্বাস মোদির