রঞ্জিৎ সাউ, দক্ষিণ ২৪ পরগনা: বিনোদন জগতের তারকাদের দিয়ে ইভেন্ট (event) করানোর প্রলোভন দেখানোর অভিযোগে গ্রেফতার (arrest) ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অন্যতম কর্ণধার (head)। লক্ষাধিক টাকা প্রতারণার (fraud) অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্তের নাম ঋতু সাহা। তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Bidhannagar Cyber Crime Police)।


কী ঘটেছিল?
গত ১৫ ডিসেম্বর বিরাটির বাসিন্দা সমারানিকা ভট্টাচার্য বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় একটি অভিযোগ জানান। তাতে বলা হয়েছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার হিসেবে সোশ্যাল মিডিয়া মারফত সুদীপ্ত রায়চৌধুরী এবং ঋতু সাহার সঙ্গে পরিচয় হয়েছিল সমারানিকার। অভিযোগকারিণীর দাবি, সুদীপ্ত এবং ঋতু দুজনেই তাঁকে জানান যে তাঁদের সঙ্গে বিনোদন জগতের বিভিন্ন বড় তারকাদের যোগ রয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় তাঁদের ব্যবহার করার জন্যে যোগাযোগ করানোরও প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই দুজন, দাবি সমারানিকার। এই প্রতিশ্রুতি দিয়ে বার বার, বিভিন্ন ভাবে তাঁর কাছ থেকে দুজন মিলে ১৪ লক্ষ টাকা নেন বলেও জানা যায়। এতেই শেষ নয়। অভিযোগকারিণীর বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি থানায় যান। কিন্তু শোনা যাচ্ছে, তদন্ত শুরু হয়েও পরবর্তীতে তদন্ত থমকে যায়। এই প্রসঙ্গে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার নাম উঠে আসছে। অবশেষে আদালতে তদন্তের অগ্রগতির আবেদন জানালে আদালত তদন্তভার তুলে দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে। সেই তদন্ত শুরু করে গত কাল অন্যতম অভিযুক্ত ঋতু সাহাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সম্ভবত, তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে যুক্ত আছে সেই বিষয় তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা।


পেনশনের নামে 'প্রতারণা'...
রাজ্যে প্রতারণার খবর নতুন কিছু নয়। গত কালই শোনা গিয়েছিল, পেনশন ডাবল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বৃদ্ধের থেকে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগকারী কেন্দ্রীয় রেশম পর্ষদের যুগ্ম অধিকর্তা পদে কাজ করেছেন দীর্ঘদিন। অবসর নিয়েছেন, বছর ১২ আগে। কেন্দ্রীয় সরকারের পেনশনের পাশাপাশি, মাসে বাড়তি কিছু টাকা হাতে পেতে বেসরকারি সংস্থার পেনশন স্কিমেও লগ্নি করেছিলেন। সেই পেনশন ডবল করার টোপ দিয়ে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিককে প্রতারণার অভিযোগ ওঠে , গড়িয়া স্টেশন এলাকার ওই বাসিন্দার সঙ্গে। বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম ব্রাঞ্চ ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। 


আরও পড়ুন:নিজাম প্যালেসে SSC-এর ২ প্রাক্তন চেয়ারম্যানকে তলব, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ