প্রকাশ সিনহা, কলকাতা: এবার এসএসসির (SSC) ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুবীরেশ ভট্টাচার্যকে (subiresh bhattacharya), খবর সিবিআই (CBI) সূত্রে। এখনও মুখে কুলুপ এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের (EX chairman)। এদিকে নতুন তথ্য হাতে পেয়েছে সিবিআই। সেই কারণেই কি ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের ভাবনা? সূত্রের ইঙ্গিত তেমনই।


কী জানা গেল?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ীই কাজ করেছেন ৪ আধিকারিক। তদন্তে আরও জানা যায়,  এসএসসি-র ২ প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার শূরকে কোনও নিয়ম না মেনেই পদ থেকে সরানো হয়েছিল। তাঁদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুবীরেশ ভট্টাচার্যকে।


জিজ্ঞাসাবাদ প্রাক্তন ২ চেয়ারম্যানকে...
এদিন সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে পৌঁছন এসএসসি-র ২ প্রাক্তন চেয়ারম্যান। নিজাম প্যালেসে আসেন এসএসসি-র ২ প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার শূর। নিয়ম না মেনে এই ২ জনকে পদ থেকে সরানো হয়, তদন্তে এসেছে এই তথ্য, খবর সিবিআই সূত্রে। ২ জনকে সুবীরেশ ভট্টাচার্যর মুখোমুখি বসিয়ে করা হতে পারে জিজ্ঞাসাবাদ, খবর সূত্রের। সুবীরেশ ভট্টাচার্যর অধীনে কাজ করা ৪ আধিকারিককেও তলব করল সিবিআই। সুবীরেশের নির্দেশ পালন করেছেন এসএসসি-র ৪ কর্মী, খবর সূত্রের। সুবীরেশের মুখোমুখি বসিয়ে ৪ জনকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা, খবর সূত্রের। গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলাতেও সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে পেয়েছে CBI। তাঁর সম্পর্কে আরও বিস্তারিত জানতে, সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের আরও দুই প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপকুমার শূরকে। ডাকা হয়েছিল SSC-র চারজন আধিকারিক এবং কর্মীকেও। যাঁরা একসময় সুবীরেশের অধীনে কাজ করেছিলেন। সিবিআই সূত্রে দাবি, বেশিরভাগ প্রশ্নের উত্তরেই চুপ করে থাকছেন SSC'র প্রাক্তন চেয়ারম্য়ান সুবীরেশ। তাই পাল্টা কৌশল নেওয়া হয়। সুবীরেশ সম্পর্কে জানতে, ডাকা হয় তাঁর একদা  সহকর্মী ৬ জনকে। চিত্তরঞ্জন ও প্রদীপকুমারকে, সুবীরেশের মুখোমুখি বসানো না হলেও, SSC-র বাকি চারজন আধিকারিক ও কর্মীকে প্রাক্তন চেয়ারম্যানের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে CBI সূত্রে দাবি। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, সুবীরেশ ভট্টাচার্য কী কী নির্দেশ দিতেন? অবৈধভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রে তাঁদের কোনওভাবে কাজে লাগানো হয়েছিল কি না? সুবীরেশের বিরুদ্ধে যা যা নথিপত্র মিলেছে, সেগুলিও তাঁদের দেখানো হয়েছে বলে সূত্রের খবর।


 


আরও পড়ুন:নিজাম প্যালেসে SSC-এর ২ প্রাক্তন চেয়ারম্যানকে তলব, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ