অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: প্রতারণার শিকার (cyber fraud) স্বাস্থ্যকর্মী। অভিযোগ, ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়ার অছিলায় তাঁর দুটি অ্যাকাউন্ট থেকে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়ে নিল জালিয়াতরা (90 Thousand Rupees Have Been Duped)। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাঁতন থানার ঘটনা। অভিযোগকারী দাঁতন গ্রামীণ হাসপাতালেরই এক কর্মী।


কী ঘটেছে?
অভিযোগকারীর নাম দেবব্রত পড়্যা। দাঁতন গ্রামীণ হাসপাতালের ওই স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, এসবিআই ব্যাঙ্কে তাঁর দুটি অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড চালু রয়েছে। কিন্তু তিনি সেই কার্ডগুলি ব্যবহার করেন না। তাই দীর্ঘ দিন ধরেই কার্ডগুলি বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু সেগুলি কোনও কারণে বন্ধ করতে না পারেননি। এর মধ্যে হঠাতই একটি ফোন আসে যেখানে ওপার থেকে জানানো হয় যে ব্যাঙ্ক থেকে যোগাযোগ করা হচ্ছে। অভিযোগ, ফোনে জানতে চাওয়া হয় যে ক্রেডিট কার্ডটি তিনি বন্ধ করতে চান কিনা। দেবব্রত তাতে সম্মতি জানালে অপর প্রান্ত থেকে কয়েকটি নির্দেশ আসে। বলা হয়, স্বাস্থ্যকর্মী যেন প্রথমে তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি অন করেন। এর পরে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপটি ডাউনলোড হয়ে গেল  Yono এসবিআই তাঁর এন্ড্রয়েড সেটে খুলতে বলার নির্দেশ আসে। তারপরই ক্রেডিট কার্ডের বন্ধের পরবর্তী পদ্ধতি বাতলে দেওয়া হয়। এর পর জানতে চাওয়া হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইলে কোনও মেসেজ ঢুকেছে কিনা। সঙ্গে ওটিপি-ও জানতে চাওয়া হয়। দেবব্রতর দাবি, তিনি তখনও বুঝতে পারেননি যে প্রতারকের ফাঁদে পড়ে গেছেন। ওটিপি-টি বলে দেন। বিপত্তি এখানেই। অভিযোগ, এর পরেই এসবিআইয়ের  দুটি অ্যাকাউন্ট থেকে নয় দফায় ৮৯ হাজার ৮২৮ টাকা টাকা ট্রান্সফার হয়ে যায়। তিনি ব্যাঙ্কে যখন পাসবই আপডেট করতে যান, তখন দেখেন দুটি অ্যাকাউন্টে কোনও টাকা নেই। গত কাল রাতেই দাঁতন থানায় ব্যাঙ্কের ডিটেলস-সহ লিখিত অভিযোগ করেছেন তিনি। 


বার বার এক ঘটনা...
রাজ্যে সাইবার প্রতারণার ঘটনা আকছার শোনা যায়। মাসদুয়েক আগেই যেমন হাওড়ায় এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর দুটি অ্য়াকাউন্ট থেকে উধাও হয়েছিল প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। ঘটনাটি ঘটে ব্যাঁটরা থানার অন্তর্গত কদমতলা সারদা চট্টোপাধ্যায় লেনে। সাইবার ক্রাইম বিভাগে এর মধ্যেই অভিযোগ জানানো হয়। জানা যায়, পূর্ব রেলের অবসরপ্রাপ্ত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার রামগোপাল সরকারের স্ত্রী পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অবসরপ্রাপ্ত কর্মী। গত ২৫ তারিখ দুপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি মিনতি সরকারকে ফোন করে বলেন, তার স্টেট ব্যাংকের এটিএম কার্ডটি চলতি মাসেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। তাই নতুন এটিএম কার্ড পেতে গেলে তাদের বেশ কিছু তথ্য জানাতে হবে । তাঁকে একই সঙ্গে জানানো হয়, তাঁর আরেকটি একাউন্টের এটিএম কার্ড আগামী বছর মেয়াদ শেষ হয়ে যাবে। সেটিরও একইসঙ্গে নতুন করে কার্ড দেওয়া হবে। এরপর মিনতি দেবী তার নিজের এটিএম কার্ডের তথ্য ওই ব্যক্তিকে দিলে তার ফোনে একটি ওটিপি আসে। তারপরেই এক এক করে এসএমএস আসতে থাকে। তার একাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার। মুহূর্তের মধ্যে তার সেভিংস এবং পেনশন দুটি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় এক লক্ষ ২৫ হাজার টাকা। সঙ্গে সঙ্গে তারা ছুটে যান স্থানীয় এসবিআই শাখায়। দুটি অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করার সঙ্গে সঙ্গে অভিযোগ জানান, স্থানীয় ব্যাঁটরা থানায় ও হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে। এখন অবসর জীবনে এত বড় ক্ষতি হওয়ায় দিশেহারা  ওই পরিবার।


আরও পড়ুন:মেরামতির কাজের জন্য শনি থেকে সোমবার শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন